বিএনপির নৈরাজ্য, নাশকতা প্রতিহত এবং গনতন্ত্রের বিজয় উৎসব উদ্যাপন করেছে কক্সবাজারের ঈদগাঁও উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠণ।
সোমবার (৩ জানুয়ারি) কক্সবাজারে বিএনপির ডাকা সরকার বিরোধী অপতৎপরতা প্রতিহত করতে উপজেলার বিভিন্ন স্থান থেকে ভোর থেকে আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্চাসেবকলীগ এবং মৎস্যজিবীবি লীগসহ অপররাপর সহযোগী সংগঠনসমুহের শত শত নেতাকর্মী খন্ড খন্ড মিছিল নিয়ে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও বাস স্টেশনের গরুর বাজার সিকদার পেট্রোল পাম্প পয়েন্টে এসে জড়ো হয়।
এসময় আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের বহনকারী বাস ও মাইক্রোবাসগুলোকে কক্সবাজারে বিএনপির সমাবেশের উদ্দেশ্যে ছেড়ে যেতে বাধা দেয়।
পরে দুপুর ১২ টা’র দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্লোগান দিতে দিতে ঈদগাঁও উপজেলা আ’লীগ আহবায়ক আবু তালেব, যুগ্ন আহবায়ক যথাক্রমে-হুমায়ুন কবির চৌধুরী হিমু, মুহিদুল্লাহ মুহিদ এবং জালালাবাদের ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদের নের্তৃত্বে কয়েক হাজার নেতাকর্মীর একটি বিশাল মিছিল সিকদার পেট্রোল পাম্প থেকে শুরু হয়ে ঈদগাঁও বাজারের ডিসি সড়ক এবং বঙ্খিম বাজার প্রদক্ষিণ শেষে আলমাছিয়া সড়কস্থ প্রিন্স অব ঈদগাঁও কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়।
মিছিলে উপজেলার ৫টি ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহন নেয়।