বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ বুধবার (৫ই জানুয়ারী ) সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে। দিনভর জাল ভোট, ভোট বর্জন, ব্যালট পেপার ছিনতাই ও হামলা-পাল্টাহামলার ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে। পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে আনোয়ারা উপজেলার ১০টি ইউনিয়নের ৯টিতে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা (নৌকা)।
আর বাকি ১টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হন।তবে এর আগে ১০ জনের মধ্যে ৪ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছিল ১নং ইউনিয়নে নোয়াব আলী ৪নং ইউনিয়নে এম এ মন্নান ৬ নং বারখাইন ইউনিয়ন হাসনাইন জলিল শাকিল ৮নং ইউনিয়নে আফতাব উদ্দিন সোহেল আজ নির্বাচনে যারা নির্বাচিত হলেন তারা হলেন,২নং বারশত ইউনিয়নের এম এ কাইয়ুম শাহ(নৌকা) ৩নং রায়পুর ইউনিয়নে আমিন শরীফ স্বতন্ত্র প্রার্থী(ঘোড়া) ৫নং বরুমচড়া ইউনিয়নে মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী (নৌকা) ৭ নং সদর ইউনিয়নে অসীম কুমার দেব (নৌকা) ৯ নং পরৈকোড়া মামুনুর রশিদ চৌধুরী (নৌকা) ১০নং হাইলধর ইউনিয়নে কলিম উদ্দিন চৌধুরী (নৌকা)।আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আনোয়ার খালেদ , বলেন,নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে ছিলো। একটা উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ভোট অনুষ্ঠিত, রাত১০টায় ভোট গনণা শেষে নির্বাচন কর্মকর্তারা এ কথা বলেন।