রাউজানের হলদিয়া হযরত এয়াছিন শাহ্ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে সুবর্ণ জয়ন্তী চারতলা একাডেমীক ভবনের নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ওএয়াছিন শাহ কলেজের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে।
৭জানুয়ারি-শুক্রবার এয়াছিন শাহ্ স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি ফজলে করিম চৌধুরী এমপি।সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের আহবায়ক মোহাম্মদ নুরুল আজিমের সভাপতিত্বে ও সচিব জিয়াউল হক চৌধুরী সুমনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ নিরীক্ষক নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম উদ্দিন চৌধুরী।অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইনসুরেন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.সুলতান আহম্মদ, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ।অনুষ্ঠানে করোনার প্রার্দুভাব চলাকালে নিজের জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা প্রদানকারী চিকিৎসক ও স্কুলের প্রাক্তন শিক্ষক, বর্তমান শিক্ষকদের সম্মননা প্রদান করা হয়।