চট্টগ্রামের রাউজানে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় লাশটি উদ্ধার করে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাইজ্জে মিয়ার ঘাটা নামক এলাকায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাশে একটি পরিত্যক্ত বাসাভাড়া থেকে। স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, ফারুক নামে এক ব্যক্তি বাসাভাড়া সংলগ্ন পুকুরে গোসল করতে গিয়ে দুর্গন্ধ পেয়ে একটি লাশের সন্ধান পেয়ে পুলিশকে খবর দেয়।ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করেন।এ লাশটি নারীর লাশ বলে জানিয়েছেন স্থানীয়রা। নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এস.আই) আবু হানিফ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি।
মাথার খুলিতে পোকা বাসা বেধেছে, লাশ দুর্গন্ধ ছড়াচ্ছে। উদ্ধারের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন বলেন, লাশটি নারীর নাকি পুরুষের এখনো নিশ্চিত নয়।গলে যাওয়ায় বুঝা যাচ্ছে না।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যালে কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।