হাটহাজারী পৌরসভাধীন মীরেরহাট এলাকায় অভিযান পরিচালনা করে জমির টপ সয়েল কেটে ভরাটকৃত একটি মিনি ট্রাক আটক করেন হাটহাজারী উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম।
জমির উর্বরতা বিনষ্ট ও পরিবেশের জন্য ক্ষতিকর এই মাটি কাটা ও পরিবহনের দায়ে গাড়ির মালিক শাহ আলম কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। তাকে ভবিষ্যতের জন্য সতর্কও করা হয়।
আনসার সদস্য এবং উপজেলার অন্যান্য কর্মকর্তারা অভিযানকালে ইউএনওকে সহযোগিতা করেন।