চকোরিয়া উপজেলাস্থ উপকূলীয় ইউনিয়নে বদরখালীতে জমি সংক্রান্ত সালিশে অংশ নিতে এসে এক কৃষক মো: জয়নাল আবেদীন বদন (৪০) নামে নিহত হয়েছে। ঠুটিয়াখালীপাড়া গ্রামের বাসীন্দা মৃত আবদুস সোবাহানের পুত্র। গতকাল রোববার সকাল সাড়ে ১১টার দিকে বদরখালী সমবায় সমিতির কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
এতে আরো চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন নিহতের ভাই এহেছান (২৯), উসমান ২২) ও নিহতের ভাতিজা সাগর (২৪)। প্রত্যক্ষদর্শীরা জানান, জমি সংক্রান্ত বিরোধ নিরসনের জন্য বদরখালী সময়বায় সমিতি কার্যালয়ে এসেছিলেন খুনের শিকার মো: জয়নাল আবেদীন বদন ও তার ভাইয়েরা। তাদের প্রতিপক্ষের লোকজনও সেখানে উপস্থিত হন। এক পর্যায়ে প্রতিপক্ষ আবদুল জলিলের ছেলে মো: ছোটন, মো: সাগর ও মো: রাজিব লম্বা দা ও ছুরি নিয়ে হামলা করেন।
তাদের এলোপাতাড়ি দায়ের কোপ ও ছুরিকাঘাতে গুরুতর আহত হন মো: জয়নাল আবেদিন ও তার ভাইয়েরা। এতে ঘটনাস্থলের কৃষকের মৃত্যু হয়। এ সময় অন্য চার জন গুরুতর আহত হন। বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সাধারণ সম্পাদক নুরুল আমিন জনি জানান, আবদুল জলিল সমিতি বরাবর জমিজমা নিয়ে অভিযোগ দায়ের করেন। ওই আবেদনে নিহতের ভাই আবদুল কাদের একমাত্র বিবাদী। বিচার শুরু হওয়ার আগেই রাস্তায় দু’পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, সমিতির বাইরে পরিকল্পিতভাবে উৎপেতে থাকা আবদুল জলিলের ছেলে সন্ত্রাসী ছোটনের নেতৃত্বে পাঁচ থেকে ছয় জন লোক দা, ছোরা ইত্যাদি নিয়ে নিহতের ওপর হামলা করে।
এতে ঘটনাস্থলে নিহত হয় জয়নাল আবেদীন বদন। চকোরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি জানান, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে গেছেন তিনি। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।