জামিয়া আবু বকর সিদ্দিক (রা.) আল ইসলামিয়ার সদ্য ইন্তেকালকৃত সম্মানিত সদরে মুহতামিম আল্লামা ফয়জুল্লাহ রহমতুল্লাহ”র স্মৃতিচারণে একটি পাঠাগার উদ্বোধন করেছেন জামিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আল্লামা শেখ শাহজাহান ইসলামাবাদী।
বৃহস্পতিবার সন্ধ্যায় অত্র জামেয়ার অনুষ্ঠিতব্য বার্ষিক মাহফিল সামনে রেখে জামিয়ার শিক্ষকমন্ডলীদের নিয়ে এর উদ্বোধন করেন তিনি এবং বই উপহার দিয়ে সহায়তার জন্য জনৈক সম্মানিত ব্যাক্তি ও বিশিষ্ট শিক্ষানুরাগী শওকত আলম সাহেবকে ধন্যবাদ জানান।
এসময় আলোচনায় শেখ শাহজাহান ইসলামাবাদী বলেন- আল্লামা ফয়জুল্লাহ রহ. ছিলেন একজন বরেণ্য ও উঁচু মাপের আলেম এবং দক্ষ পরিচালক’।
উনার নামে নির্মিত এই ছাত্র পাঠাগার হতে কিতাব কিংবা বইসমূহ হতে পাঠ করে উপকৃত হওয়ার এই ছওয়াব জারি থাকবে মরহুমের জন্য।
আল হুদা মহিলা মাদরাসার শিক্ষা পরিচালক মাওলানা সলিম উদ্দিন দৌলতপুরী। জামিয়া আবু বক্কর ছিদ্দিক রা. ভূজপুর এর শিক্ষক মাওলানা রায়হান, মুফতি আবু ওবায়দা,
সাংবাদিক মাওলানা কাওসার সিকদার। ক্বারি মো. নাছির উদ্দিন জামিয়া আবু বকর সিদ্দিক রা. আল ইসলামিয়া।