মীরসরাই উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। সোমবার (৩১জাুনয়ারি) শাহীদুল ইসলাম চৌধুরীকে আহবায়ক ও গাজী নিজাম উদ্দিনকে সদস্য সচিব করে ৭১ সদস্যের কমিটি ঘোষনা করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খন্দকার। দীর্ঘদিন ধরে মিরসরাই উপজেলা বিএনপির কমিটি না থাকায় দলের নেতাকর্মীরা নিষ্কিয় হয়ে পড়ে। নতুন আহবায়ক কমিটির মাধ্যমে দলীয় কর্মকান্ড আবার সক্রিয় হবে বলে আশা করছেন দলীয় নেতাকর্মীরা।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খন্দকার জানান, শাহীদুল ইসলাম চৌধুরীকে আহবায়ক ও গাজী নিজামকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী তিন মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেওয়া হয়েছে।