1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ছিনতাইকালে চিনে ফেলায় হত্যা করা হয় ইউপি সদস্য কাশেমকে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১০ মে ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:

ছিনতাইকালে চিনে ফেলায় হত্যা করা হয় ইউপি সদস্য কাশেমকে

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:
  • আপডেট টাইম : বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৮৩ বার

মীরসরাই উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবুল কাশেম হত্যা মামলায় ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মো. ফাহাদ হোসেন (২০), মো. সিরাজুল ইসলাম (৫৫), নজরুল ইসলাম (৩০) ও মীর হোসেন (২০)। এদের মধ্যে ফাহাদ ও মীর হোসেন ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মীরসরাই থানার উপ-পরিদর্শক রাজিব পোদ্দার জানান, সাহেরখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবুল কাশেম হত্যা মামলায় গ্রেপ্তার ৪ আসামিকে আজ (বুধবার) আদালতে তোলা হচ্ছে।
প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি রাত ১০টায় উপজেলার শাহেরখালী খালের কাদামাটি থেকে ছুরিকাঘাতে আহত অবস্থায় সাবেক ইউপি সদস্য আবুল কাশেমের রক্তাক্ত দেহ উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ৩১ জানুয়ারি আবুল কাশেমের স্ত্রী বাদি হয়ে মীরসরাই থানায় একটি মামলা দায়ের করেন। পরদিন মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ভোরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল কাশেম মারা যান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net