কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে গভীর রাতে গোয়াল ঘর থেকে গরু লুটের চেষ্টা পন্ড করা হয়েছে। গেরস্থ ও এলাকাবাসীর ধাওয়া খেয়ে রেল লাইনে গরু রেখে পালিয়েছে সংঘবদ্ধ চুরের দল।
২৭ ফেব্রুয়ারী (রবিবার) ভোর রাতে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড দক্ষিণ ফুলছড়ি শিয়াপাড়াস্থ মরহুম ছৈয়দুল করিমের পুত্র সাবেক মেম্বার আকতার আহমদের বসতবাড়িতে ঘটে এ ঘটনা। এ ঘটনায় পুরো এলাকায় গরু চুরি আতংক বিরাজ করছে।
সাবেক মেম্বার আকতার আহমদ জানায়, এদিন সন্ধ্যার সময় তার গৃহপালিত ৩টি গরু গোয়াল ঘরে রেখে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েন। এ সুযোগে গরু চুরের দল রাত অানুমানিক সাড়ে তিনটার সময় গোয়াল ঘরের টিনের দরজা ও তালা কাটে তিনটি গরু নিয়ে চলে যায়।
একপর্যায়ে টিনের শব্দ শুনে ঘুম থেকে জেগে উঠে গোয়াল ঘরে যান তিনি। গোয়াল ঘরের দরজা খুলা পেয়ে তিনি চোর চোর করে শোরচিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। এসময় এলাকার লোকজন গরু চোরদের ধাওয়া করলে চুরের দল পাশ্ববর্তী রেল লাইনে গরু তিনটি রেখে পালিয়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, ইউনিয়নে গরু চুরির ঘটনা বেড়ে গেছে। প্রায় সময় গরু চুরি কিংবা চুরির চেষ্টা করা হচ্ছে। এ পর্যন্ত এলাকাবাসী ও পুলিশ কোনো গরু চোরকে ধরতে পারেনি।
স্থানীয় বাসিন্দা গিয়াস উদ্দীন, সিরাজ সওদাগর, আবদুল বারী, লুৎফর রহমান, মিজানুর রহমান, শামসু ও আবদু ছাত্তার ড্রাইভার জানান, ইউনিয়নের শিয়াপাড়া-নয়াপাড়া গ্রামে চুরির ঘটনা ঘটছে সবচেয়ে বেশী। গতরাতেও চোরদের ধাওয়া করে আকতার মেম্বারের গরু উদ্ধার করা হয়েছে। গত প্রায় ৬ মাসের মধ্যে ওই দুটি গ্রাম থেকে অন্তত ১০জন গৃহস্থের ১৬টি গরুর চুরি হয়েছে। এ চুরির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তবে, গরু চুরির ভয়ে ঐসব গ্রামের লোকজন অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রায়শই গরু চুরি হলেও হয়রানির শঙ্কায় অনেকে থানায় মামলা করেনি। চোর চক্রকে ধরা না গেলে এলাকাবাসীর দুর্ভোগের অন্ত থাকবে না।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি বলেন, খুটাখালীতে বেশ কিছু গরু চুরির ঘটনা ঘটেছে শুনেছি। চোর ধরতে পুলিশি টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।