খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ৩ জন ক্যান্সার রোগীর চিকিৎসা সহায়তা বাবদ উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ১ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
২৮ ফেব্রুয়ারী ও ১ মার্চ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসব অনুদানের চেক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা আফজাল হোসেন টিপু,ও সমাজসেবার ফিল্ড সুপারভাইজার হাবিবুর রহমান।
২০২১-২০২২ অর্থ বছবের ২য় কিস্তিতে ক্যান্সার,কিডনি,লিবার সিরোসিস,স্ট্রোকে প্যারালাইসড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচীর আওতায় এসব রোগীদের আর্থিক সহায়তা করা হয়েছে বলে জানান উপজেলা সমাজসেবা কর্মকর্তা।
অনুদান প্রাপ্তরা হলো ক্যান্সারে আক্রান্ত নূরুল আলম, মানেন্দ্র ত্রিপুরা,সাদেকুল ইসলাম। প্রত্যেককে ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।