রাউজানের এয়াছিন নগর এলাকায় অনুপযোগী হয়ে পড়া তিন একর ফসলী জমি হচ্ছে আল্ জিলানী-এয়াছিন শাহ্ নামে মৎস্য প্রকল্প।
পরিত্যক্ত ফসলী জমি জমির মালিক থেকে চুক্তি করে ইজরা নিয়ে মৎস্য চাষী আবদুল খালেক সওদাগর এই প্রতিষ্ঠানের নামে প্রকল্পটি বাস্তাবায়ন করছেন।এ মৎস্য প্রকল্পটি পরিচালনা করবেন মৎস্য চাষী আব্দুল সওদাগরের পুত্র আজগর হোসেন টিপু বলে জানা যায়। তরুণ মৎস্য চাষী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে আজগর হোসেন টিপু বিদেশ না গিয়ে নিজের জন্মভূমিতে মৎস্য চাষ করার উদ্যোগ নেন।গতকাল ১ মার্চ মঙ্গলবার সকালে আল্ জিলানী ও এয়াছিন শাহ্ মৎস্য প্রকল্পের মাটি খনন করার মাধ্যমে উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সিনিয়র মৎস্য অফিসার পিযুষ প্রভাকর, উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন,ব্যবসায়ী সাজ্জাদ হোসেন,মৎস্য প্রকল্পের স্বত্বাধিকারী আবদুল খালেক সওদাগর,পরিচালনক আজগর হোসেন টিপু, কামাল উদ্দিন,আলী আহম্মদ,মাওলানা জয়নাল আবেদীন প্রমুখ।