বাগেরহাটের শরণখোলায় জাটকা ইলিশ বিক্রির অপরাধে মোঃ বেলায়েত হোসেন নামে এক মাছ ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে। রবিবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী অফিসার মো. আজগর আলী মোবাইল কোর্ট পরিচালনা করেন।
জাটকাবিরোধী অভিযানের অংশ হিসেবে দুপুর ১২টার দিকে উপজেলা সাউথখালী ইউনয়িনর সুন্দরবন সংলগ্ন সোনাতলা তজুরগেট এলাকা থেকে ওই ব্যবসায়ীকে আটক করে মৎস্য বিভাগ। এসময় তার আড়ত তল্লাশি করে ৩৫ কেজি ইলিশের পোনা জব্দ করা হয়।
উপজেলা মৎস্য অফিস জানায়, পোনাসহ বিক্রেতাকে আটক করে উপজেলা পরিষদে নিয়ে আসলে মোবাইল কোর্টের মাধ্যমে ঐ ব্যবসায়িকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত ৩৫ কেজি ইলিশের পোনা স্থানীয় দুটি এতিম খানায় বিতরণ করা হয়েছে।
কিছু অসাধু জেলে সুন্দরবনের ভোলা নদী থেকে পোনাগুলো আহরণ করে। একেকটি ইলিশের পোনা দেড় থেকে দুই ইন্সি সাইজের। তারা এই ইলিশের পোনাগুলোকে এলাকার হাটবাজারে চাবলি মাছ বলে বিক্রি করে আসছে।