চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শাহানগর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে৷
বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও কেক কেটে দিবসটি পালন করা হয়।
পরে বিদ্যালয়ের হল রুমে অধ্যক্ষ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য আবু বক্কর, জসীম উদ্দীন, লেলাং ইউপি প্যানেল চেয়ারম্যান রুমা আক্তার, প্রভাষক ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ। সিনিয়র শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক ইদ্রিস, প্রভাষক আমিন মোস্তফা, সহকারী প্রধান শিক্ষক গিয়াস উদ্দীন প্রমুখ।