মিথ্যা মামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম বরুড়া উপজেলার মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাংবাদিক নেতা বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম কুমিল্লা জেলা কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ মামুন সরকার। তিনি বক্তব্যে বলেন মহিবুল্লাহ ভূইয়া বাবুল ও ছাব্বির আহমদের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা প্রত্যাহার করার দাবী জানান এবং সঠিক তদন্তের জন্য অনুরোধ জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন সহ সম্পাক কেন্দ্রীয় কমিটি টিপু সুলতান, কুমিল্লা জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি রবিউল আলম, দপ্তর সম্পাদক জায়ফুল্লাহ খন্দকার, উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক পারুল আক্তার, লাকসাম উপজেলা সভাপতি মোঃজাহিদ, সাংবাদিক রিয়াজ মোর্শেদ মাসুদ, বরুড়া উপজেলার সভাপতি মহিবুল্লাহ ভূইয়া বাবুল, দপ্তর সম্পাদক সৈয়দ সাব্বির আহাম্মেদ, প্রচার সম্পাদক মোঃ জহির হোসেন, কোষাধ্যক্ষ আবুল খায়ের, আরো উপস্থিত ছিলেন আবু রায়হান, মোঃ রাহাত চৌধুরী সহ সকল সাংবাদিকগন মানববন্ধনে উপস্থিত ছিলেন।