খাগড়াছড়ি জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে অবসরের পরও দিব্যি বহাল রয়েছেন মো. মোস্তফা নামে এক কর্মচারী।
সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে অবসরে গিয়েও বছরের পর বছর জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসের যাবতীয় দাপ্তরিক কাজ করছেন তিনি। জেলা খাদ্য নিয়ন্ত্রক সুমাইয়া নাজনীনের আদেশে এই কর্মচারী এখনো বহাল তবিয়তে কাজ করছেন।
৪এপ্রিল দুপুরে সরজমিনে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে গিয়ে অবসরে যাওয়া কর্মচারী মো. মোস্তফার সরব উপস্থিতি দেখা যায়। হিসাব ও নেজারত শাখায় চেয়ারে বসে দাপ্তরিক কাজ সারছেন মো. মোস্তফা। অথচ তিনি ২০১৪ সালে অবসরে যান। অবসরের যাওয়ার পরও গত ৮ বছর ধরে দাপ্তরিক কাজ করছেন।
মো. মোস্তফা বলেন, ‘তিনি অসুস্থ্য তবুও জেলা খাদ্য নিয়ন্ত্রকের অনুরোধে তিনি অবসরে যাওয়ার পরও অফিসে কাজ করছেন। উর্ধ্বতন কর্মকর্তার কথা ফেলতে পারেননি তিনি।’
অবসরে যাওয়ার পরও কোন কর্মচারীকে দিয়ে অফিসের কাজ করানো সরকারি নীতিমালায় পড়ে কিনা জানতে চাইলে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুমাইয়া নাজনীন বলেন, ‘এটা সরকারি নীতিমালার বাহিরে। মোস্তফা অবসরে গিয়েছেন ঠিকই কিন্তু সিনিয়র হিসেবে আমরা তার হেল্প নিচ্ছেন। আমাদের এখানে একজন কর্মচারী নিয়োগ পেলে আমরা তাকে ছেড়ে দেব। উনি ভাল কাজ বুঝেন তাই উনাকে অবসরের পরও রেখেছি।