আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী হাটহাজারী পশ্চিম ফরহাদাবাদ শাখার পক্ষ থেকে রোজাদার হতদরিদ্র পরিবারের মাঝে তোহফা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আওলাদে গাউসুল আজম, অছি-এ- গাউসুল আজম কর্তৃক মনোনীত মোন্তাজেম জিম্মাদার ও সাজ্জাদানশীনে দরবারে গাউসুল আজম মাইজভাণ্ডারী এবং আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি আলহাজ্ব শাহ সুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী (ম)’র, নির্দেশক্রমে এই তোহফা বিতরণ হয়েছে।’ বলে জানান কর্তৃপক্ষ।
আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী ১৯৫ নং পশ্চিম ফরহাদাবাদ শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী জাহাঙ্গীর হাফিজ এবং চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটির সদস্য ও শাখার সাধারণ সম্পাদক আলাউদ্দীন মাহমুদের পরিচালনায় ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে (২য় তলায়) সকল মোত্তাবেয়ীন খাদেমান গোলামান ও আশেকানে গাউসুল আজম মাইজভাণ্ডারী উপস্থিত ছিলেন।