৮ই মে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস নানান আয়োজনে উদযাপন করেন কুমিল্লা রেড ক্রিসেন্ট সোসাইটি।
গত রবিবার কুমিল্লা নগরীতে রেড ক্রিসেন্টের নিজ হল রোমে আয়োজন অনুষ্ঠিত। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন, বিডিআরসিএস এর ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ও কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু, বিডিআরসিএস এর ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ও কুমিল্লা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যকরি কমিটির সদস্য আরমা দত্ত এমপি, কুমিল্লা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রটারি আব্দুল হাই বাবলু, কার্যকরি কমিটির সদস্যবৃন্দ, আজীবন সদস্যবৃন্দ, ইউএলও, যুব সদস্য বৃন্দসহ বিভিন্ন স্কুলের আরসিওয়াইবৃন্দ।