প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কুমিল্লা তিতাসে বর্ণাঢ্য র্যালি করেছে যুবলীগ।
মঙ্গলবার (১৭ মে) সকালে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার হোসেন বাবুর উদ্যোগে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট সংলগ্ন যুবলীগের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গৌরিপুর টু হোমনা সড়ক এবং উপজেলা কমপ্লেক্স মাঠ প্রদক্ষিণ করে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্স গেইট এসে শেষ হয়।
এসময় র্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোকবুল মাহমুদ প্রধান, নাজমুল হাসান কিরন, হোমনা উপজেল যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান টিপু। এছাড়াও উপস্থিত ছিলেন কামাল পারভেজ, নজরুল ইসলাম, বিল্লাল মেম্বারসহ যুবলীগের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মী।