1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে ২৭ টি পুরনো আগ্নেয়াস্ত্র পুলিশ উদ্ধার করেছে । - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১০ মে ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:

ঠাকুরগাঁওয়ে ২৭ টি পুরনো আগ্নেয়াস্ত্র পুলিশ উদ্ধার করেছে ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ২০১ বার

ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়ায় পুরনো ভবনের মাটির খুড়ে মাটির নিচে থেকে ২৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মে) বিকেলে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত ২৭টি অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের ২৪টি ৩০৩ বন্দুক এবং তিনটি এসএল আর।

এর সঙ্গে একবক্স গুলিও উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিগেডিয়ার নাজির হাওলাদার নামে বীর মুক্তিযোদ্ধার বাড়ি ছিল এটা। সম্প্রতি মুক্তিযোদ্ধার নাতি বাপ্পি হাওলাদার বাড়িটি বিক্রি করে দেন। বাড়িটি হানিফ নামে এক ব্যক্তি কিনে নেন এবং পুরাতন ভবন ভেঙে নতুন ভবন বানানোর কাজ শুরু করেন। ভবন ভেঙে মাটি খনন করার সময় একটি ট্রাংকে থাকা ২৭টি অগ্নেয়াস্ত্র ও একটি লোহার বক্সে বিপুল পরিমাণে গুলি দেখতে পায় শ্রমিকরা। এই বিষয়ে বাড়ির মালিক হানিফ জানান, বাড়ি তৈরির জন্য মাটি খুড়তে অস্ত্রগুলো পাওয়া যায়। পরে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, উদ্ধারকৃত অস্ত্রগুলো পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। এই স্থানে আরও অস্ত্র আছে কি-না তা দেখা হচ্ছে। পুলিশি তত্বাবধানে খনন কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net