রাউজানে জায়গা জমির বিরোধের জেল ধরে প্রতিপক্ষের হামলায় এক ব্যাক্তি গুরুতর আহত হয়েছে। গত ২০ মে এ ঘটনাটি ঘটে উপজেলা পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া এলাকার শাহাদুল্লা কাজীর বাড়িতে। দারালো কিরিচ দিয়ে হামলায় গুরুতর আহত ব্যাক্তির নাম আবদুর রহমান (৪২)। এ ঘটনায় আহত আবদুর রহমানের স্ত্রী বাচু বেগম বাদী হয়ে ২২ মে রবিবার রাউজান থানা অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী মো. বাচা জোর পূর্বক আবদুর রহমানের জায়গার উপর পাকা দেয়াল নির্মাণ করতে গেলে বাদীর স্বামী বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বিবাদী বাচা ও নাছিমা আক্তার আবদুর রহমানকে কিরিচ ও লাটি দিয়ে এলোপাতারি আঘাত করে।
এতে কিরিচের কোপে মাথায় গুরুতর জখম হয়। আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে রাউজান হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল জানান, ঊনসত্তর পাড়ার ঘটনায় রাউজান থানায় একটি অভিযোগ এসেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।