চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাতকানিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান (বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান) সালাহ উদ্দিন হাসান চৌধুরী। ২২ মে (রবিবার) সাকালে বিদ্যালয় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক-পরিমল কান্তি পাল, সিনিয়র শিক্ষক নুরুল ইসলাম, উত্তম কুমার চক্রবত্তী, আনন্দ মোহন বড়ুয়া, রেজাউল করিম, বিজয় চৌধুরী, জালাল আহমদ, সাংবাদিক তারেকুল ইসলাম প্রমূখ।
এসময় ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দীন হাসান চৌধুরী বিদ্যালয়ের নতুন ও পুরাতন ভবনগুলো পরিদর্শনের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিব কর্ণার ও আইসিটি বিভাগও পরিদর্শন করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব কর্ণার পরিদর্শনকালে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব কর্ণার সাতকানিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়াতে অনন্য ভৃুমিকা পালন করবে। এছাড়াও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের এধরনের উদ্যোগ নেওয়া জরুরী বলে মন্তব্য করেন তিনি।
এসময় বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন নির্মান ও বিদ্যালয়ের জায়গা উদ্ধার সহ বিদ্যালয়ের স্বার্থে সকল প্রকার কাজে উপজেলা পরিষদের সহযোগীতা থাকবে বলে জানান তিনি।