1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চরফ্যাসনে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিভিন্ন অপরাধ প্রতিরোধে সক্রিয় ভুমিকা পালন করবে কক্সবাজার ঈদগাঁও থানার ওসি মছিউর আনোয়ারা ও কর্ণফুলীতে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ স্বচ্ছ ব্যালট বাক্সে হবে রাকসু নির্বাচন গাজীপুরের কিশোর গ্যাং লিডার ‘পিচ্চি আকাশ’ গ্রেপ্তার রবিবার অন্ধকারে ঢেকে যাবে পৃথিবীর একাংশ! চৌদ্দগ্রামে নাশকতার অভিযোগে সাবেক চেয়ারম্যান সহ আটক ২ গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক দেশবাসী আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করুন : জামায়াত সেক্রেটারি জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ কারা অধিদপ্তরের ঘোষণা, মাদকবিরোধী কার্যক্রমে সেপ্টেম্বর বিশেষ মাস..

চরফ্যাসনে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর

খলিল উদ্দিন ফরিদ।।ভোলা জেলা প্রতিনিধি।।
  • আপডেট টাইম : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২৭৯ বার

চরফ্যাসন উপজেলার দুলারহাট থানার আহাম্মদপুরে বিয়ের আট মাসের মাথায় স্ত্রীর কাছ থেকে ৫০ হাজার টাকা যৌতুক দাবী করেন স্বামী। টাকা দিতে অস্বীকার করায় স্ত্রী তানিয়াকে মারধরের অভিযোগ পাওয়া গেছে স্বামী নুরে আলম, শাশুরী ফিরোজা ও দেবর বাবুলের বিরুদ্ধে। বুধবার (২৯ জুন) আহাম্মদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে স্বামীর বাড়ীতে এ ঘটনা ঘটে। মারধরের ঘটনায় তিনজনকে আসামী করে তানিয়ার বাবা বাদী হয়ে দুলারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ স্বামীর বাড়ী থেকে তানিয়াকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন।

নুরে আলম দুলারহাট থানার আহাম্মদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের শাজাহান দেওয়ানের ছেলে। তানিয়া নীলকমল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোঃ আইয়ুব আলীর মেয়ে।
সোমবার (৪ জুলাই) চরফ্যাসন হাসপাতালে চিকিৎসাধীন তানিয়া জানান, আট মাস পূর্বে তানিয়ার সাথে নুরে আলমের প্রেম প্রণয়নের মধ্যে দিয়ে পারিবারিকভাবে বিয়ে হয়। তানিয়ার বাবা পেশায় একজন জেলে। বিয়ের সময় অনেক কষ্ট করে স্বামী নুরে আলমকে ১লক্ষ ২০ টাকা যৌতুক দেন তানিয়ার বাবা। বিয়ের আটমাসের মাথায় স্বামী নুরে আলম পুনরায় ৫০ হাজার টাকা যৌতুক দাবী করেন স্ত্রী তানিয়ার কাছ থেকে। বুধবার তানিয়ার বাবার বাড়ী থেকে ঈদুল আজহা উপলক্ষে একটি ছাগল নিয়ে আসেন তার বড় বোন ও ভাবি। ৫০ হাজার টাকার পরিবর্তে কেনো ছাগল নিয়ে আসলো এনিয়ে তানিয়ার স্বামী নুরে আলম, শাশুরী ফিরোজা ও দেবর বাবুলসহ প্রথমে তানিয়াকে মারধর করে। এসময় তার বোন ও ভাবি তানিয়াকে মারধরের হাত থেকে রক্ষা করতে আসলে তাদেরকেও মারধর করে স্বামী, দেবর ও শাশুরী। বোন ও ভাবি বাড়ীতে ফিরে আসলে তানিয়ার উপর মাধধরের মাত্রা বেড়ে যায়। এঘটনায় তানিয়ার বাবা বাদী হয়ে ওই দিন দুলারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ স্বামীর বাড়ী থেকে তানিয়াকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন।

দুলারহাট থানার ওসি মোরাদ হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী হাসপাতালে চিকিৎসাধীন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net