 
																
								
                                    
									
                                 
							
							 
                    ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ২৩-২৫ অক্টোবর তিনদিন ব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি।
উদ্বোধন শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হুইপ আতিক বলেন, কৃষির উন্নয়ন একটি দেশের আপামর উন্নয়ন। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, ধানের ন্যায্য বাজার মূল্য প্রাপ্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। কৃষি প্রনোদনা এবং কোন কোন ক্ষেত্রে ভর্তুকি দিয়ে মানবতার নেত্রী চাষীদের জীবন মানের উন্নয়ন করেছে। কৃষিতে এখন আর কৃষকের লাভ ছাড়া কোন লোকসান নেই।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা।
কৃষি সম্প্রসারণ অফিসার ইসরাত জাহান সুইটি এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রোবাইয়া ইয়াছমিন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোবারক হোসেন প্রমুখ।
এসময় কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
কৃষি অফিস সূত্রে জানা যায়, এবারের তিনদিন ব্যাপী কৃষি মেলায় ১০টি স্টলের মাধ্যমে মডেল ভিলেজ, প্লান্ট ক্লিনিক, কৃষি মিউজিয়াম, পলিনেট হাউজে উচ্চ মূল্যের ফসল উৎপাদন, জৈব বালাইনাশক, নার্সারিতে চারা উৎপাদন, ফল সমাহার, বীজের নমুনা প্রদর্শনী ও বিশ্ব কৃষিতে বাংলাদেশের অবস্থান প্রভূত বিষয়াদি তুলে ধরা হবে।