1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে হাসপাতালে শীতবস্ত্র দিলেন পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা । - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১১ মে ২০২৫, ০৮:২২ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে হাসপাতালে শীতবস্ত্র দিলেন পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩
  • ১৫৩ বার

ঠাকুরগাঁওয়ে ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শিতবস্ত্র দিয়েছেন পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা। ৮ জানুয়ারি রোববার হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: ফিরোজ জামান জুয়েলের হাতে তিনি শতাধিক শিতবস্ত্র তুলে দেন। ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যার নিজস্ব উদ্যোগে শিতবস্ত্র প্রদানের সময় উপস্থিত ছিলেন ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: ফিরোজ জামান জুয়েল, সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহমেদ, হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা: রাকিব দৌল্লা তুর্য সহ হাসপাতালের বিভিন্ন কর্মকর্তাগণ। পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা বলেন, গত কয়েকদিনের তীব্র শীতের তীব্রতা থেকে রোগীদের শীত লাঘবের জন্য আজ হাসপাতালের রোগী ও তাদের স্বজনদের জন্য শতাধিক কম্বল দিলাম।

পরবর্তিতে প্রয়োজন হলে আরও শীতবস্ত্র প্রদানের ব্যবস্থা করবো। ইতিপূর্বেও পৌর শহরের বাসস্ট্যান্ড, টার্মিনাল এলাকা, হাসপাতালের শিশু ওয়ার্ড, চৌরাস্তার আশ পাশ, রোড রেল ষ্টেশন এলাকাসহ বিভিন্ন স্থানে সহসাধ্রিক কম্বল বিতরণ করেছি। এটি আমার ব্যক্তিগত উদ্যোগে প্রদান করলাম। এ ধরনের বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: ফিরোজ জামান জুয়েল ও সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহমেদ শীতবস্ত্র প্রদানের জন্য পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যাকে ধন্যবাদ জানান। পরবর্তিতে এ জাতীয় সহযোগিতার জন্য মেয়রের প্রতি আহবান জানান তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net