1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইসির সঙ্গে কথা বলার মতো রুচি আমার নেই: মির্জা ফখরুল ইসলাম - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এডিস মশা নিরোধক বিটিআই পণ্যের উদ্বোধন অস্বচ্ছল প্রতিবন্ধী শিক্ষার্থীদের অনুদান প্রদান – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বিনামূল্যের সরকারি বই কেজি দরে বিক্রি। কোটি টাকার বিনিময়ে নাঙ্গলকোট উপজেলা সমিতির কমিটি শ্রীপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তার অর্থ-আত্মসাৎ,দুর্নীতি ও স্বেচ্ছারিতার অভিযোগ উঠেছে শ্রীপুরে ৩দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবসে উন্নয়ন মেলা’র উদ্বোধন দিনাজপুরে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে পুষ্টি উৎসব অনুষ্ঠিত তিতাসে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলা উদ্বোধন ঠাকুরগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কৃষক লীগের ৩ মাসের কমিটির দীর্ঘ ৩বছর ধরে পদ বানিজ্যের অভিযোগ থাকলেও দেখার কেউ নেই!

ইসির সঙ্গে কথা বলার মতো রুচি আমার নেই: মির্জা ফখরুল ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯
  • ১০৮ বার

নিজস্ব প্রতিবেদক : ‘নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে কথা বলার মত রুচি আমার নেই। ফ্রাংকলি স্পিকিং। ইদানিংকালে তাঁদের (ইসি) সঙ্গে কোনো কথাই বলতে চাই না।’
আজ শনিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি। এর আগে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।  
ঢাকা উত্তরে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল এবং দক্ষিণে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন।
প্রার্থীদের নাম ও পরিচয় জানানোর পর ইসি নিয়ে মির্জা ফখরুল ইসলামকে প্রশ্ন করেন সাংবাদিকরা।  
ইসির উদ্দেশে কিছু বলবেন কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘ইদানিংকালে তাঁদের (ইসি) সঙ্গে কোনো কথাই বলতে চাই না। কারণ গত নির্বাচনে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে এখনও প্রধান নির্বাচন কর্মকর্তা কথা বলেন, কী বলব তাঁর সম্পর্কে; বলতে চাই না আর কি। মাহবুব তালুকদার সাহেবের কথাই তো যথেষ্ট। উনি যে বক্তব্য দিয়েছেন, স্টেটমেন্ট দিয়েছেন তাতেই নির্বাচন কমিশন সম্পর্কে পরিষ্কার ধারণা হয়ে যায়। তারপরও যেহেতু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা যেহেতু রাষ্ট্রে বিশ্বাস করি, আমাদেরকে তো প্রতিষ্ঠান মানতে হয়। আপনারা দেখছেন বিচারালয়ে আমরা কী ধরণের বিচার পাচ্ছি। তারপরও তো আমরা বিচারালয়ে যাচ্ছি। উপায় তো নেই। কিন্তু এগুলো ইনস্টিটিউশন অব দি স্টেট। একই ভাবে নির্বাচন কমিশন একটি ইনস্টিটিউশন। আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, নির্বাচনে বিশ্বাস করি আমাদের তো বিকল্প পথ জানা নেই। যেহেতু আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বিশ্বাস করি, সেহেতু আমাদের সেভাবেই যেতে হবে।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘আন্দোলন বলেন আর যাই বলেন ফাইনালি তো নির্বাচন। সে নির্বাচনের মধ্য দিয়েই তো যেতে হয়। সেজন্য আমরা এতে পার্টিসিপেট করছি। নির্বাচন কমিশনের কাছে খুব বেশি আশা আমাদের নেই।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম