1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি ডা. মোজাম্মেল হোসেন মারা গেছেন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
তিতাসে সড়ক দুর্ঘটনায় আহত মনি মিয়ার পাশে দাঁড়ালেন জামায়াত ইসলামী উত্তরা খিলখেতে স্থানীয় দোকানপাট হতে নিয়মিত চাঁদাবাজি গ্রেফতার ২ চৌদ্দগ্রামে বিধবাকে সেলাই মেশিন উপহার দিল স্বপ্নপূরণ ফাউন্ডেশন নবীগঞ্জে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা নানু মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ  ইজারাকৃত বাজার বিলুপ্ত করে বিকল্প হাট সৃজন, রাজস্ব ক্ষতি ও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা মুহাম্মদ ফাউন্ডেশন এর পক্ষ থেকে হাসপাতালে হুইল চেয়ার বিতরণ চৌদ্দগ্রামে চাঞ্চল্যকর শিবির সভাপতি শাহাবুদ্দিন হত্যাকান্ডের ঘটনায় আদালতে মামলা চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা বহুল আলোচিত মাগুরার শিশু আছিয়া খাতুন ধর্ষন ও হত্যা মামলার অভিযোগ গঠন! মাগুরার শ্রীপুরে দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি ডা. মোজাম্মেল হোসেন মারা গেছেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২০
  • ২৮৯ বার

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি, বাগেরহাট-৪ আসনের এমপি ও সাবেক প্রতিমন্ত্রী
মুক্তিযোদ্ধা ডা. মো. মোজাম্মেল হোসেন (৮২) মারা গেছেন (ইন্না লিল্লাহ…….রাজেউন)।
শুক্রবার রাত পোনে ১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বেশকিছুদিন ধরে কিডনীসহ নানা রোগে
ভূগছিলেন। বাগেরহাট-১ ও ৪ আসন থেকে মোট ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ৭৯
সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
বর্ষিয়ান জনপ্রিয় এই নেতার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে দলের নেতাকর্মীরা শহরের রেলরোডের
আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভিড় করতে থাকেন। এই নেতার মৃত্যুতে দলেরকর্মীদের মাঝে
শোকের ছায়া নেমে আসে। জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগসহ সকল অঙ্গ
সংগঠন শোক সন্তপ্ত পরিববারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।
শুক্রবার সকালে জাতীয় সংসদেও দক্ষিন প্লাজায় প্রথম নামাজে জানাজা শেষে বেলা পৌনে এক
টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে তাকে বাগেরহাটে নিয়ে আসা হয়। শ্রদ্ধা জানাতে তার
মরদেহ বাগেরহাট শহরের রেলরোডস্থ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে রাখা হয়। এর পর
বাগেরহাট শেখ হেলাল উদ্দীন স্টেডিয়ামে জুম্মাবাদ ডা. মোজাম্মেল হোসেনের দ্বিতীয়
জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন,
খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, আক্তারুজ্জামান এমপি, খুলনা জেলা পরিষদের
চেয়ারম্যান শেখ হারুন আর রশীদ, বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু,
কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আমিরুল আলম মিলন, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর
রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগসহ সরকারী-
বেসরকারী পদস্থ্য কর্মকর্তা, দলীয় নেতৃবৃন্দ ও কয়েক হাজার সাধারণ মানুষ।
এর আগে বাগেরহাটে লাশ এসে পৌছালে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান
সুফিয়ানসহ সরকারী-বেসরকারী ও দলীয় সংগঠনের পক্ষ থেকে তার কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা
জানান।
এরপর মোরেলগঞ্জ এসি লাহা স্কুল মাঠে তৃতীয় এবং তার গ্রামের বাড়ি একই উপজেলার
কচুবুনিয়া হাজী রহমত আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা শেষে সন্ধ্যায় রাষ্ট্রীয়
মর্যাদায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
বর্ষিয়ান নেতা মো. মোজাম্মেল হোসেন ১৯৪০ সালের পহেলা আগষ্ট বাগেরহাট জেলার
মোরেলগঞ্জ উপজেলার কচুবুনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মৃত্যুকালে এক ছেলে,
পুত্রবধূ, নাতনিসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তার একমাত্র ছেলে অধ্যাপক ড. মাহমুদ
হোসেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net