আবু সুফিয়ান রাসেল:
বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে খুশি কুমিল্লার শিক্ষার্থীরা। প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৫ হাজার ৪২৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়েছে। এ বছর যথা সময়ের পূর্বে জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বই পৌঁছিছে।
বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ মুফতি মাওলানা অালী অাকবর ফারুকী বলেন, বই উৎসবে শতভাগ বই বিতরণ করতে পেরেছি। ছাত্র-ছাত্রীরা নতুন বই পেয়েছে। অাগামীকাল থেকে শ্রেণি কার্যক্রম শুরু করা হবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অবদুল মান্নান বলেন, সরকারি ২ হাজার ১০৭ টি বিদ্যালয়সহ কুমিল্লার ১৮ উপজেলায় ৪ হাজার ৪৪৭ টি বিদ্যালয়ে ৩৮ লক্ষ ১৬ হাজার ৩২৫ টি বই বিতরণ করা হয়েছে।
কোথায় বইয়ের সংকট নেই।
জেলা শিক্ষা অফিসার অাব্দুল মজিদ বলেন, ৬০৩ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩৭৮ টি ইবতেদায়ী ও দাখিল মাদ্রাসার মধ্যে ৭ লক্ষ ৯৩ হাজার ৬৩১ জন শিক্ষার্থী রয়েছে। এ বছর ১কোটি ৪ লক্ষ ৪৬ হাজার বই শিক্ষার্থীদের জন্য রয়েছে।
ডিসেম্বর মাসেই প্রতিটি প্রতিষ্ঠানে বই পৌঁছিয়ে দেওয়া হয়েছে।