1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এক গরুর অপরাধে সাজা ভোগ করছে ১৫টি পরিবার, বেড়ায় বন্দি ৩ দিনৈ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অরাজকতার বিরুদ্ধে নাগরিক কমিটির প্রতিরোধ গড়ে তোলার আহ্বান — এম এ বার্নিক  শ্রীপুর তুলা উন্নয়ন গবেষণা ও বীজ বর্ধন খামারে প্রকল্পের ১৪ জন কর্মচারীর ভবিষ্যৎ অন্চিত!মানা হয়নি সর্বোচ্চ আদালতের রায়কে মাগুরায় জামায়াতে ইসলামীর অমুসলিম কর্মী সমাবেশ অনুষ্ঠিত  ঠাকুরগাঁওয়ে ৬ দফা দাবিতে মিছিল ও প্রতিবাদ কর্মসূচি ! মানিকছড়ি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিএসএফের গুলিতে ১ কিশোর নিহত বঙ্গুবন্ধু নয় গোলাম আজম হচ্ছে সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ বাংঙ্গালী-জামায়াতের নেতা শাহজাহান চৌধুরী গণভবনকে জাদুঘরে রূপান্তরের ঘোষণায়। প্রস্তাবকারী জ্ঞানভিত্তিক সামাজিক  আন্দোলনের সভাপতি এম এ বার্নিক ও সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলন পরিবার শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর মতবিনিময় সভা নবীগঞ্জে বজ্রপাতে নিহত ১ আহত ১

এক গরুর অপরাধে সাজা ভোগ করছে ১৫টি পরিবার, বেড়ায় বন্দি ৩ দিনৈ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০
  • ১৮৭ বার

নইন আবু নাঈম বাগেরহাট ঃ অপরাধ করেছে একটি গরু। সেকারণে সাজা ভোগ করতে হচ্ছে গরুর মালিকসহ ১৫টি পরিবারকে। বাড়ি থেকে বরনোর পথ বেড়া দিয়ে আটকে দেওয়া হয়েছে। সাভাবিক কাজকর্মও করতে পারছেনা তারা। তিন দিন ধরে অবরুদ্ধ ওই পরিবারগুলোর সাহায্যে প্রশাসন, জনপ্রতিনিধি কেউই এগিয়ে আসেনি। প্রতিপক্ষের সাফ কথা, ওদেরকে এই পথ দিয়ে হাটতে দেওয়া হবেনা। এই বেড়া কেউ খোলারও ক্ষমতা রাখেনা।
অমানবিক এই ঘটনাটি বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য খোন্তাকাটা গ্রামের। ওই গ্রামের আনোয়ার জমাদ্দার, ইসমাইল জমাদ্দার ও তাদের পরিবারের লোকেরা এ কান্ড ঘটিয়েছে। প্রতিকার চেয়ে গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ভুক্তভোগীদের মধ্য হতে শেফালী বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন।
শুক্রবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, বাড়ি থেকে যাতে কেউ বেরোতে না পারে সেকারণে মূল রাস্তার সামনে থেকে সুপারি ও বঁাশের চটা দিয়ে প্রায় দেড়শ ফুট ঘিরে দেওয়া হয়েছে। বেড়ায় বন্দি পরিবারগুলো অসহায়ের মতো বাড়ির মধ্যে অবরুদ্ধ অবস্থায় ঘোরাফেরা করছে।
কি কারণে অবরুদ্ধ জানতে চাইলে ভ্যান চালক আ. আজিজ কাজি (৫০) ও তার স্ত্রী শেফালী বেগম (৪৫) জানান, গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যার আগমুহূর্তে মাঠ থেকে গরু আনার সময় তাদের একটি গরু দড়ি খুলে প্রতিবেশী আনোয়ার জমাদ্দারের কলাই (খেসাড়ি) ক্ষেতে ঢুকে পড়ে। তেমন কিছু নষ্ট করার আগেই শেফালী বেগম গরুটি আনতে গেলে আনোয়ার জমাদ্দার তাকে অকথ্য গালিগালাজ শুরু করে। এনিয়ে উভয় পরিবারের মধ্যে বেশ ঝগড়াঝাটি হয়। এঘটনার জেরে ২৬ ফেব্রুয়ারি সকালে লোকজন নিয়ে এসে তারা বাড়ির সীমানা ধরে রাস্তার পাশ থেকে প্রায় দেড়শ ফুট বেড়া দিয়ে আটকে দেয়। যাতে কাজি বাড়ির ১৫টি পরিবারের লোকেরা কোনোভাবে বের হতে না পারে। কেউ তাদের হয়ে কথা বলতে গেলে তাকেও গালিগালাজ ও হুমকি-ধমকি দিচ্ছে তারা।
অবরুদ্ধ কাজি পরিবারের সবচে বয়স্ক ব্যক্তি দৌলত কাজি (৭২)। শারীরিক অসুস্থতার কারণে ক্রাসে ভর করে চলতে হয় তাকে। তিনি জানান, পূর্ব পুরুষ থেকে তারা এই বাড়িতে বসবাস করছেন। কিন্তু এমন বিপদে কখনো পড়তে হয়নি। হাসান মেম্বারের চাচাদের ভয়ে তাদের বাড়ির লোকজনকে প্রতিবেশী ফারুক জমাদ্দারের বাড়ির ওপর দিয়ে লুকিয়ে বের হতে হচ্ছে। সাভাবিভাবে বাড়ি থেকে বের হতে না পারায় তাদের পরিবারের ভ্যানচালক ও খেটে খাওয়া মানুষগুলো ভোগান্তিতে পড়েছে।
প্রতিবেশী ফারুক জমাদ্দার বলেন, গরুর অপরাধে ১৫টি পরিবারের চলাচলের পথ বন্ধ করাটা চরম অমানবিক হয়েছে। আমার বাড়ির ওপর দিয়ে তারা লুকিয়ে বাইরে বের হচ্ছে। এ জন্য মেম্বারের চাচা ও তাদের লোকেরা আমাকেও হুমকি দিচ্ছে।
প্রতিপক্ষের ইসমাইল জমাদ্দার বলেন, কাজী বাড়ির লোকেরা খুব খারাপ। তাদের গরু, ছাগল দিয়ে ইচ্ছে করে আমাদের ক্ষেতখামার নষ্ট করছে। এনিয়ে কিছু বলতে গেলেই দুর্ব্যবহার শুনতে হয়। আনোয়ার জমাদ্দার বলেন, শেফালীর গরু আমার কলাই ক্ষেতে ঢুকে তছনছ করেছে। একথা জানতে চাওয়ায় সে আমাকে অকথ্য ভাষায় গালাগালি দিয়ে আমার গায়ে হাত তুলেছে। এজন্য আমাদের জমির ওপরের রাস্তা দিয়ে তাদেরকে হাটতে দেওয়া হবেনা। কেউ এই বেড়া খোলারও ক্ষমতা রাখেনা।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. হাসানুজ্জামান জমাদ্দার বলেন, আমি ব্যবসায়িক কাজে একটু বাইরে আছি। এসে বিষয়টি সমাধান করা হবে।
খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন খান মহিউদ্দিন বিষয়টি খুবই অমানবিক উল্লেখ বলেন, আমি চিকিৎসার জন্য বেশ কয়েকদিন ধরে এলাকার বাইরে আছি। বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে শুনেছি।
তিনি বলেন, রাস্তার জমি জমাদ্দারদের হলেও এখানে বিভিন্ন সময় এডিপিসহ সরকারি বরাদ্দের টাকায় ইট সলিং করা হয়েছে। এটা এখন কারো ব্যক্তিগত রাস্তা নয়। এই রাস্তা দিয়ে সবার চলার অধিকার রয়েছে। আমি এসে বিষয়টি সমাধানের চেষ্টা করবো।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন বলেন, ভুক্তভোগীদের অভিযোগ পেয়েছি। এব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ##

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম