1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ফ্রিজ-এলইডি কাপ ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুন্সীগঞ্জের মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভীন এর অর্থের যোগান দাতা জামাতা তারেকের চৌধুরী আওয়ামী লীগ নেতার জামিন চেয়েছেন বিএনপি আইনজীবী শ্রীপুরে ভুল চিকিৎসায় অন্তঃসত্বা নারীর মৃত্যুর অভিযোগ,হাসপাতাল ভাংচুর চৌদ্দগ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এছাক মিয়ার দাফন সম্পন্ন চৌদ্দগ্রামে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত শেরপুর জেলা হাসপাতালে ইনজেকশন দেয়ার পর রোগী অসুস্থ হওয়ার অভিযোগ অবৈধ বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ১ কৃষকের মৃত্য চৌদ্দগ্রামে সবজির চড়া মূল্যে সাধারণ মানুষ দিশেহারা ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলায় জামিন না মঞ্জুর ও রিমান্ড না মঞ্জুর দাদা ভাইয়ের দাদাগীরী কোথায় নেই তিনি! রক্তে লাল তার হাত।

চৌদ্দগ্রামে ফ্রিজ-এলইডি কাপ ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২০
  • ১৫৫ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগরে “অলিপুর যুব-ছাত্র সমাজ” কর্তৃক আয়োজিত ফ্রিজ-এলইডি কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২০ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে স্থানীয় কাশিনগর বি. এম উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শামসুল আলম মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল হক শাহীন। কাশিনগর ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. মোখলেছুর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আরো উপস্থিত ছিলেন কাশিনগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাসুদুল আলম মাসুদ, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানভীর ইবনে জাহান, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মো. মতিউর রহমান জালাল। উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মো. আব্দুল মোতালেবের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগ নেতা মো. লিটন আলী, কাশিনগর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ডা. ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন, রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. হাবিবুর রহমান ফটিক, ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন ইস্কান্দার, মো. আব্দুর রশিদ, বঙ্গবন্ধু সৈনিক লীগের কাশিনগর ইউনিয়ন সভাপতি হাজী আইয়ুব আলী,সাধারণ সম্পাদক মো. নেছার আহমদ, বিশিষ্ট সমাজসেবক নেয়ামত উল্লাহ্, ক্রীড়াবিদ ও প্রবাসী মো. আব্দুর রহমান, প্রবাসী আবুল খায়ের, কাশিনগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহ্ জালাল, ছাত্রলীগ নেতা মো. রফিকুল ইসলাম প্রমুখ। এর আগে ফ্রিজ-এলইডি কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২০ এর ফাইনাল খেলায় মোকাবেলা করে এই প্রজন্মের দুই শক্তিশালী দল ‘কাশিনগর রহিম এন্টারপ্রাইজ’ বনাম ‘লালবাগ স্পোটিং ক্লাব’। খেলার প্রথমার্ধে ‘লালবাগ স্পোটিং ক্লাব’ এক গোল করে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে ‘কাশিনগর রহিম এন্টারপ্রাইজ’ গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে এবং শেষ পর্যন্ত খেলার একেবারে শেষ মুহুর্তে গোল করে খেলায় সমসা ফিরিয়ে আনে। পরে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে কাশিনগর রহিম এন্টারপ্রাইজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ‘লালবাগ স্পোটিং ক্লাব’। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম