1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা নিয়ে আতঙ্ক নয়, সতর্ক থাকুন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শিল্প সমিতির নেতৃত্বে দুই মহা-খলনায়ক, সাভপতি- মিশু,সাধারণ সম্পাদক- ডিপজল মনিপুরে গুলি ও পশ্চিমবঙ্গে কিছু সহিংসতা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ ভোট গ্রহণ  হয়েছে ভারতে নকলায় ভাই বউয়ের লাঠির আঘাতে ভাসুর নিহত: মা-মেয়ে আটক ঈদগাঁওতে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় ডিসি নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে প্রশাসন বদ্ধপরিকর ঠাকুরগাঁওয়ে যৌতুক ছাড়াই একসাথে বিবাহ করলেন দুই বন্ধু ! মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা Best Totally Free Dating Websites in 2024 বাঁশখালীতে সড়ক সংস্কার কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সাংসদ মুজিবুর রহমান মাগুরায় ডেন্টাল সোসাইটি’র নির্বাচনে সভাপতি ডাঃ সুশান্ত ও সাঃ সম্পাদক ডাঃ ইমন পুনঃ নির্বাচিত ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে প্রাণিসম্পদ প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

করোনা নিয়ে আতঙ্ক নয়, সতর্ক থাকুন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মার্চ, ২০২০
  • ১৩২ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার |
করোনা ভাইরাসের সংক্রমণে আমাদের দেশে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তার বয়স ৭০-এর বেশি। রাজধানীর বাসাবোর ওই বাসিন্দা বিদেশ ফেরত নন। তবে বিদেশ থেকে আসা সংক্রমিত এক আত্মীয়ের মাধ্যমে তিনি আক্রান্ত হন। তার আগে থেকেই ফুসফুসে সমস্যা ছিল। এছাড়া ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনি জটিলতা ছিল। হৃদযন্ত্রে একবার স্টেন্টিংও হয়েছিল তার। এমন খবরে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। সচেতনতাই এই ভাইরাস থেকে মুক্তি পাওয়া সম্ভব। সরকারও ইতোমধ্যে নানামুখী উদ্যোগ নিয়েছে। সরকারের পাশাপাশি আমাদেরও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। চীনের উহান শহরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল গত বছরের ডিসেম্বরে। এরপর পর্যায়ক্রমে তা চীনের অন্য রাজ্যেও ছড়িয়ে পড়ে। ধাপে ধাপে বিস্তার ঘটিয়ে প্রাণঘাতী এ ভাইরাসটি দেড় শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত ১৭ জন শনাক্ত হয়েছে। ক্রমেই রোগী বৃদ্ধি পাওয়ায় এই ভাইরাসের সংক্রমণ নিয়ে দেশজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। অনেক বেসরকারি প্রতিষ্ঠান তাদের কর্মীদের বাসাবাড়িতে বসে কাজ করতে বলেছে। স্কুল-কলেজসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান আগেই বন্ধ ঘোষণা করা হয়েছে। বিদেশ ফেরত ব্যক্তিদের অনেকে হোম কোয়ারেন্টাইনের শর্ত মানছেন না। তাদের মাধ্যমে এরই মধ্যে ভাইরাসটি স্থানীয় পর্যায়ে ছড়াতে শুরু করেছে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জনসাধারণকে সতর্ক থাকতে বেশকিছু পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এগুলো হলো- ঘরের বাইরে মাস্ক ব্যবহার, গণপরিবহন এড়িয়ে চলা, প্রচুর ফলের রস এবং পর্যাপ্ত পানি পান করতে হবে, ঘরে ফিরে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে। কিছু খাওয়া কিংবা রান্নার আগে ভালো করে হাত ধুয়ে নিতে হবে, ডিম কিংবা মাংস রান্না করার আগে ভালোভাবে সিদ্ধ করা, ময়লা কাপড় দ্রুত ধুয়ে ফেলা, নিয়মিত ঘর এবং কাজের জায়গা পরিষ্কার রাখা এবং অপ্রয়োজনে ঘরের দরজা-জানালা খুলে না রাখতে বলা হয়েছে। পরামর্শগুলো যথাযথভাবে আমাদের পালনীয়। করোনা ভাইরাস যেন কোনোভাবেই বাংলাদেশকে ঝুঁকির মধ্যে ফেলতে না পারে সে ব্যাপারে আগাম জরুরি ব্যবস্থা নেয়াও কর্তৃপক্ষের সচেতন দায়বদ্ধতা রয়েছে। আমরা এখন এমন এক সংবেদনশীল পর্যায়ে পৌঁছেছি, সংক্রমণ পরিস্থিতি যে কোনো দিকে যেতে পারে। ভাইরাসটি মহামারি হয়ে উঠতে পারে। বাংলাদেশে ডাক্তার-নার্স ও চিকিৎসার সঙ্গে সম্পর্কিত ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। তাদের সুরক্ষা সরঞ্জাম সরকারকে নিশ্চিত করতে হবে, নইলে এ রোগের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়বে। সংশ্লিষ্ট চিকিৎসকরা বলছেন, দেশে কোনো হাসপাতালেই পিপিই নেই। করোনা ভাইরাস সংক্রমণের পরও কোথাও পিপিই পাঠানো হয়নি। এ অবস্থায় চিকিৎসক ও নার্সদের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। কারণ পিপিই ছাড়া কেউ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলে তিনিও আক্রান্ত হবেন। চীনের অভিজ্ঞতা ও পদক্ষেপ থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশকে আরো সতর্ক ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। আতঙ্ক বা ভীতিকর প্রচারণা নয়, করোনা ভাইরাসের হুমকি মোকাবিলায় সংশ্লিষ্ট সব দেশকে প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়সহ একযোগে ও সমন্বিতভাবে কাজ করতে হবে। জনসচেতনতা ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিতে হবে।

লেখকঃ বিশেষ প্রতিবেদক শ্যামল বাংলা | সদস্য ডিইউজে |
২০ মার্চ ২০২০ | ৬ চৈত্র ১৪২৬ | ২৪ রজব ১৪৪১ | শুক্রবার |

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম