নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী করোনা প্রতিরোধে লিফলেট বিতরণ করেছে। আজ সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশক্রমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাগেরহাট এর সদস্য-সদস্যাগণ্ব করোনা প্রতিরোধে জনসচেতনতা তৈরী, বিদেশ ফেরত লোকেদের তথ্য সংগ্রহ এবং করোনা সংক্রান্ত সকল তথ্য সংগ্রহ এবং হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার লক্ষ্যে এ লিফলেট বিতরণ করে।
এ বিষয়ে জেলা কমান্ড্যান্ট, মোঃ নাহিদ হাসান জনি জানান, জেলা ও উপজেলা পর্যায়ে আনসার বাহিনীর সদস্য-সদস্যাবৃন্দ স্থানীয় প্রশাসনের সাথে সকল কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। তারই অংশ হিসাবে আজ সকালে বাগেরহাট শহরের বিভিন্ন স্থানে করোনা ভাইরাস প্রতিরোধে লিফলেট বিতরণ করা হয়। এসময় সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মিজানুর রহমান, সদর উপজেলা কর্মকর্তা জাহাঙ্গীর আলম সহ আনসার বাহিনীর সদস্য-সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।