নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলায় এক গৃহ কর্মীর সম্পত্তি জবর দখলের উদ্দেশ্যে তার বসত ঘরে হামলা ও ভাংচুর চালিয়েছে স্থানীয় কতিপয় বখাটে । ঘটনাটি ঘটেছে ১৪ মার্চ (শনিবার) সকালে উপজেলার বলেশ্বর নদী সংলগ্ন কদমতলা এলাকায় । ওই সময় ভাংচুর কারিদের বঁাধা দেওয়ায় গৃহকর্মী সুফিয়া বেগম (৬৫) ও তার পুত্র বধু খাদিজা বেগম (২৮) কে পিটিয়ে অহত করেন বখাটেরা । পরে স্থানীয়দের সহযোগীতায় একই দিন দুপুরে শরনখোলা হাসপাতালে নির্যাতিত সুফিয়াকে ভর্তি করা হয় । পরে সেখানে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য একই দিন সন্ধ্যায় খুলনা মেড়িকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে । এ ঘটনার সু বিচার প্রাথনা করে নির্যাতিতার ছেলে মোঃ ওলি হাওলাদার ইতোমধ্যে শরনখোলা থানায় একটি অভিযোগ দাখিল করেছেন । ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয়দের সুত্রে জানাযায় , ছেলে সন্তানদের নিয়ে ওই জমিতে সুফিয়া বেগম প্রায় ৫০ বছর ধরে ওই নদীর পাশে বসবাস করে আসছেন । স্বামী না থাকায় তিনি অন্যের বাড়ীতে (ঝি-এর) গৃহকর্মীর কাজ করেন । কিন্তু শনিবার সকালে স্থানীয় বাসিন্দা মৃত. সোহরাপ মিস্তীর ছেলে শাওনের নেতৃত্তে আলআমিন, সঞ্জীব, সুমন ,আরতিয়াম ও হাফিজ সহ ৬/৭ জনের এক দল বখাটে সুফিয়ার জমি জবর দখলের জন্য তার বসত ঘরে অর্তকিত হামলা চালিয়ে ত্রাস সৃষ্টি করলে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে । এ সময় তাদেরবউ শাশুড়িকে প্রকাশ্যে নির্যাতন করা হলেও কেউ প্রতিবাদ করার সাহস পায়নি । পরে খবর পেয়ে শরনখোলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছলে বখাটেরা পালিয়ে যায় । তারা এ ঘটনার সাথে জড়িতদের কঠোর বিচার দাবি করেন । তবে ,অভিযুক্ত শাওন দাবি করেন , সুফিয়া বেগমের বসত ঘরের পাস থেকে একটি যাতায়াতের পথ ছিল তা তিনি দখল করে নেওয়ায় তা মুক্ত করার চেষ্টা করেছি মাত্র । মারপিট কিংম্বা নির্যাতনের কোন ঘটনা ঘটেনি । শরনখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস কে আব্দুল্লাহ আল সাইয়েদ জানান ,ক্ষতিগ্রস্থ পরিবারের কাছ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে । বিষয়টির খেঁাজ খবর নিয়ে ব্যাবস্থা নেয়া হবে ।