1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরনখোলায় প্রতিপক্ষকে ফাঁসাতে খড়ের গাদায় আগুন, সংর্ঘষে আহত-১০ থানায় মামলা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুন্সীগঞ্জের মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভীন এর অর্থের যোগান দাতা জামাতা তারেকের চৌধুরী আওয়ামী লীগ নেতার জামিন চেয়েছেন বিএনপি আইনজীবী শ্রীপুরে ভুল চিকিৎসায় অন্তঃসত্বা নারীর মৃত্যুর অভিযোগ,হাসপাতাল ভাংচুর চৌদ্দগ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এছাক মিয়ার দাফন সম্পন্ন চৌদ্দগ্রামে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত শেরপুর জেলা হাসপাতালে ইনজেকশন দেয়ার পর রোগী অসুস্থ হওয়ার অভিযোগ অবৈধ বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ১ কৃষকের মৃত্য চৌদ্দগ্রামে সবজির চড়া মূল্যে সাধারণ মানুষ দিশেহারা ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলায় জামিন না মঞ্জুর ও রিমান্ড না মঞ্জুর দাদা ভাইয়ের দাদাগীরী কোথায় নেই তিনি! রক্তে লাল তার হাত।

শরনখোলায় প্রতিপক্ষকে ফাঁসাতে খড়ের গাদায় আগুন, সংর্ঘষে আহত-১০ থানায় মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ১৭৬ বার

নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরনখোলায় সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে দু-গ্রুপ্রের সংর্ঘষে নারী পুরুষ সহ ১০ ব্যাক্তি আহত হয়েছেন । এদের মধ্যে গুরুতর আহত ৫জন কে উদ্বার করে তাৎক্ষনিক শরনখোলা উপজেলা স্বাস্থ-কমপ্লেক্য ভর্তি করা হয়েছে । ঘটনাটি ঘটেছে ২১ মার্চ (শনিবার) দুপুরে উপজেলার মধ্য নলবুনিয়া এলাকায় । আহতের পরিবার ও স্থানীয়দের সুত্র জানায় , ওই এলাকার বাসিন্দা মৃ. আব্দুল হাকিম হাওলাদারের ছেলে মোঃ ছগির হোসেন হাওলাদার ২০১৭ সালে ২নং বানিয়া খালী মৌজার ৫২৬ খতিয়ানের ২২১৬,২২১৭,২৯৩৩,২২২১, নং দাগ সহ একাধিক দাগ থেকে স্থানীয় বাসিন্দা মোঃ লাল মিয়া হাওলাদার ,আঃ মালেক মোল্লা ও মোঃ বাবুল মোল্লার নিকটে ১৩৯ শতক জমি বিক্রি করেন । ওই ৩জন ক্রেতার মধ্যে মোঃ লাল মিয়া হাওলাদার তার প্রাপ্প সম্পত্তির দখল এখনও বুঝে না পাওয়ায় সে পরবর্তী ক্রেতা মালেক মোল্লার ভোগ দখলী জমিতে ঘর উত্তোলনে বঁাধা দেন । এ নিয়ে দু গ্রুপ্রের মধ্যে শনিবার দুপুরে এক সংর্ঘষ শুরু হলে ধারালো অস্রের আঘাতে মালেক মোল্লা গ্রুপের কলেজ ছাত্র
আরিফুল (২১),মিলন (২২) কৃষক রফিকুল মোল্লা (৪২) ও বাবুল মোল্লা (৪৫)
এবং লাল মিয়া গ্রুপের দিনমজুর শহীদ হাওলাদার (৪৫), সহ উভয় পক্ষের অন্তত ১০জন আহত হন । আহতদের মধ্যে একই দিন বিকেলে শহীদ,আরিফুল,মিলন,বাবুল ও রফিকুল সহ ৫জনকে শরনখোলা হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা । লাল মিয়া অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ মালেক মোল্লা তার বসত বাড়িতে হামলা চালিয়ে তার দুটি খড়ের গঁাদায় অগুন দিয়েছেন । অপরদিকে ,মালেক মোল্লা বলেন , লাল মিয়া আমার নিকট কোন জমি পাবে না ।তার কোন দাবি থাকলে সেটা জমির মালিকের বিষয় । কিন্তু আমার নামে আদালতে একাধিক মিথ্যা মামলা করে হয়রানি করেছেন । বিজ্ঞ আদালত আমার অনুকুলে রায় দিয়েছেন । তার পরেও আমার পরিবারের লোকজনকে অন্যায় ভাবে কুপিয়ে জখম করা হয়েছে । সেই বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে লাল মিয়া নিজের খড়ের গাদায় আগুন লাগিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে । তবে, জমির মালিক ছগির হাওলাদার বাড়িতে না থাকায় তার স্ত্রী বলেন , লাল মিয়ার জমি অনেক আগে বুঝিয়ে দেয়া হয়েছে । তিনি অহেতুক ঝামেলার সৃষ্টি করছে ।এ ঘটনায় গত ২২ মার্চ মালেক মোল্লা বাদি হয়ে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেন । এ ব্যাপারে শরনখোলা থানার (ওসি) এস কে আব্দুল্লাহ আল সাইদ জানান ,মালেক মোল্লার একটি অভিযোগের ভিত্তিতে মামলা রজু হয়েছে । বিষয়টির তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হ

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম