1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নুসরাত ফারিয়া, বুবলী, রোদেলা জান্নাত, শাকিব খান তারকা-প্রযোজক দ্বন্দ্বে বিভক্ত চিত্রনায়িকারা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ মে ২০২৪, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রক্টরের অপসারণের দাবিতে কুবি শিক্ষকের পাশে এবার সহকর্মীরা চন্দনাইশে বৌদ্ধ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নিবু বড়ুয়ার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন  নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী সোহাগ দাবি আদায়ের লক্ষ্যে দশম দিনের মতো কুবি শিক্ষকদের অবস্থান তিতাসে ওমান প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে অপপ্রচারের অভিযোগ বাংলাভাষাকে ধ্রুপদী ভাষা ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি পেশ – Mengenal Lebih Dekat Slot Fortune Dragon তীব্র গরম উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা “যোগ্য ব্যক্তিদের বেছে নিন”পছন্দমত প্রতিকে ভোট দিন! ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় জিংক সমৃদ্ধ চালের উপকারিতা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান । ঠাকুরগাঁওয়ে টেকসই নদী ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা ।

নুসরাত ফারিয়া, বুবলী, রোদেলা জান্নাত, শাকিব খান তারকা-প্রযোজক দ্বন্দ্বে বিভক্ত চিত্রনায়িকারা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২০
  • ১৪৪ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার:
তারকা-প্রযোজক দ্বন্দ্ব। এতদিন ধরা হতো, শাকিব খান মানেই ব্লকবাস্টার হিট সিনেমা। কেননা দীর্ঘদিন যাবৎ পুরো সিনেমা জগৎ একাই নিজের কাঁধে নিয়ে চলছেন এই সুপারস্টার। গত দু’সপ্তাহে ঢালিউডের কিং খান খ্যাত শাকিব খান অভিনীত ও বহুত প্রত্যাশিত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। একটি হলো প্রবীণ পরিচালক কাজী হায়াৎ-এর ৫০ তম সিনেমা ‘বীর’, অন্যটি হলো শামীম আহমেদ রনি পরিচালিত ছবি ‘শাহেনশাহ’।

বর্তমান সময়ে করোনাভাইরাস নিয়ে সারা বিশ্ব আতঙ্কিত, আতঙ্কিত তারকা-প্রযোজকরাও। তারপরও তুলনামূলকভাবে বাংলাদেশে এর প্রভাব এখনো তেমন একটা না পড়লেও শাকিব খান-বুবলী জুটির ‘বীর’ ছবিটি আশানুরূপ ব্যবসা করতে ব্যর্থ হয়েছে। অপরদিকে ‘বীর’-এর পরপরই নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাতকে নিয়ে ‘শাহেনশাহ’ ছবিটি মুক্তি পায়। কিন্তু ছবি মুক্তির সময় থেকেই করোনা আতঙ্কের কারণে এটিও ব্যবসায়িকভাবে সফলতা পায়নি। তাই বলা যায়, দীর্ঘদিন পর শাকিব খান অভিনীত পরপর দুটি ছবি ফ্লপ তালিকায় নাম লেখালো। এর একটি ‘বীর’ ও আরেকটি ‘শাহেনশাহ’।

ফ্লপ তালিকায় থাকার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে তারকা-প্রযোজক দ্বন্দ্ব! এই ছবিটির প্রযোজক শাপলা মিডিয়ার সঙ্গে শাকিব খানের দীর্ঘ বিবাদ ও দূরত্ব থাকার কারণে কোনো প্রমোশন বা গণমাধ্যমে শাকিব খান তার নিজের এই ছবিটির নামটিও মুখে তোলেননি। অনেকেই মনে করেন ছবি রিলিজের পাশাপাশি মূল তারকারা ছবিটির প্রমোশনের সঙ্গে সম্পৃক্ত না থাকার কারণেই ছবির ব্যবসা ব্যাহত হয়। ‘শাহেনশাহ’ ছবিতে নুসরাত ফারিয়া প্রথমবারের মতো শাকিবের বিপরীতে অভিনয় করেছেন। তাই নুসরাত ফারিয়ার ক্যারিয়ারেও এই ছবিটি নিয়ে উচ্ছ্বাস ছিল বেশ কিন্তু ছবিটির মহরত অনুষ্ঠানে যতটা তোলপাড় হয়েছিল পরে ছবিটি রিলিজে বিলম্বের কারণে ফলাফল হিসেবে তারকারা ছবিটি নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেন।

শাকিব খান অভিনীত সুপারহিট মুভি দেখতে ইমেজে ক্লিক করুন
সেই সাথে যুক্ত হলো অন্য খবর! ‘শাহেনশাহ’ নায়িকা রোদেলা জান্নাত বিয়ে করেছেন মডেল সুজনকে। নতুন সংসারের শুরুতেই চলচ্চিত্র প্রসঙ্গে বলেন, ‘চলচ্চিত্রের ব্যাপারে আমার কোনো বাড়তি উত্সাহ নেই। আমি শুরুতেই বলেছিলাম যে, প্রথম ছবিটি রিলিজের পর সেই ছবির ব্যবসার ওপরে সিদ্ধান্ত নেবো যে কী করবো।’

শুধু প্রচার-প্রচারনা:
‘শাহেনশাহ’ ছবিটির প্রচার-প্রচারণায় রোদেলা জান্নাতকে একাই দেখা গেলও অন্যদিকে শাপলা মিডিয়ার নতুন ছবি ‘কমান্ডো’তে আরেক নবাগত জাহারা মিতুর সঙ্গে কলকাতার দেবকে কাস্ট করা হলো। কিন্তু সেখানেও বাধা! করোনা আশঙ্কায় বর্তমানে শুটিং স্থগিত রয়েছে।

বর্তমান সময়ে এই দুটি সিনেমা ফ্লপ হওয়ার জন্য শুধুই কি করোনাভাইরাস দায়ী নাকি পিছনে রয়েছে অভিনয়শিল্পী ও প্রযোজক থেকে এর সঙ্গে জড়িত কলাকুশলীরাও। এক কথায় তারকা-প্রযোজক দ্বন্দ্ব।
উল্লেখ্য, শাপলা মিডিয়ার নতুন ‘কমান্ডো’ ছবিতে প্রথম কাস্ট হয়েছিলেন শাকিব খান। কিন্তু পরবর্তীতে প্রযোজকের সঙ্গে দ্বন্দ্বের জের ধরেই কলকাতার ‘দেব’কে এই ছবিতে নেওয়া হয়। তবে শুটিং স্থগিত ও নতুন ছবির ব্যবসায়িক ব্যর্থতার আশঙ্কার চেয়েও বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে যারা বড় লগ্নি করে নতুন ছবি রিলিজের জন্য সমসাময়িক তারিখ চূড়ান্ত করেছেন।
কারণ, খুব শিগগিরই মুক্তি পাবে দেবাশীষ বিশ্বাস পরিচালিত বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ এবং চয়নিকা চৌধুরীর পরিচালিত সিয়াম-পরীমনি অভিনীত ‘বিশ্বসুন্দরী’। তারা প্রত্যেকেই সিনেমাপ্রেমীদের ওপরে ভরসা রেখেই ছবি সাফল্যের দিন গুনছেন। এখন দেখা যাক ছবি মন্দার এই সময়ে করোনা আতঙ্ককে হারিয়ে নতুন ছবিগুলো কেমন ব্যবসা করে। কারণ একের পর এক ব্যবসা মন্দা নতুন লগ্নিকারীদেরও আরও গভীর সঙ্কটের ভেতরে ফেলে দিবে না তো!

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম