এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সেনাবাহিনী,পুলিশ গাজীপুর মহানগরীর টঙ্গীতে টহল দেয়। এসময় বিনা কারণে মানুষকে রাস্তায় ঘোরাফেরা না করার জন্য অনুরোধ জানানো হয়েছে ।এ সময় উপস্থিত ছিলেন জিএমপির অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার(অপরাধ- দক্ষিণ )জনাব মোঃ শাহদাত হোসাইন, জনাব থোয়াইঅংপ্রু মারমা সহকারী পুলিশ কমিশনার (অপরাধ) টঙ্গী জোন,গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।জনাব মোঃ শরিফুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (ফোর্স), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, ক্যাপ্টেন জনাব তানভীর, নির্বাহী ম্যাজিস্ট্রট জনাব আব্দুল্লাহ আল নুর, টঙ্গী পূর্ব থানার ওসি জনাব মোঃ আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক জনাব শুভ্রত কুমার পোদ্দার। টংগী পূর্ব থানার ওসি জনাব মোঃ আমিনুল ইসলাম এসময় হাতে হ্যান্ড মাইক দিয়ে জনগণকে ঘর থেকে বের না হতে অনুরোধ করেন।