নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরনখোলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় সাত দিন মজুরের বিরুদ্বে একটি ছিনতাই মামলা করেছেন এক প্রবাসীর পরিবার । উপজেলার উত্তর বাঁধাল এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী মহসিন হাওলাদারের ছোট ভাই মোঃ মশিউর রহমান বাদী হয়ে সম্প্রতি শরনখোলা থানায় এ মামলাটি দ্বায়ের করেন। এজাহারে মশিউর উল্লেখ করেন , সম্পত্তি বিরোধের জের ধরে তাদের প্রতিবেশি ইসমাইল ফরাজী,মামুন ফরাজি,ও মহারাজ ফরাজী ,গত ২৪ মার্চ সকালে অশ্লীল ভাষায় গালমন্দ শুরু করেন । এ সময় মশিউরের ভাবী মিসেস- নুপুর বেগম (২৫), প্রতিপক্ষদের গালমন্দের প্রতিবাদ করেন। ওই সময় ইসমাইলের নেতৃত্বে প্রতিপক্ষরা নুপুরকে শারিরিক ভাবে লাঞ্চিত করেন এবং তার শরীরে থাকা প্রায় লাখ টাকা মূল্যের স্বর্নলংকার ছিনিয়ে নেয় । পরে তারা প্রবাসীর বসত ঘরে ঢুকে ভাংচুর চালায় । পরবর্তীতে প্রতিপক্ষের বিরুদ্বে হামলা ও ছিনতাইয়ের অভিযোগে ইসমাইল ফরাজী (৪৫),মহারাজ ফরাজী (৪০),মামুনফরাজী (৪৭) , দেলোয়ার ফরাজী (৬০),ইয়াসিন ফরাজি (৫০),বাবুল ফরাজী (৫০) সহ সাত দিনমজুরের বিরুদ্বে শরনখোলা থানায় মামলা করেন মশিউর । অপরদিকে, দিনমজুরদের পক্ষে দেলোয়ার হোসেন ফরাজী বলেন , জমি জমার বিরোধে ইসমাইলের সাথে মশিউরদের তরকাতরকি (ঝগড়া) হয়েছে। মারপিট কিংম্বা হামলার কোন ঘটনা ঘটেনি । তিনি ক্ষোভ প্রকাশ করে আরো বলেন , অপরাধ না করেও এখন আমরা মিথ্যা মামলার বোঝা মাথায় নিয়ে দেশের এমন দুর্যোগ মুহুর্তেও পরিবার পরিজন ফেলে গ্রেফতারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি । তবে, এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ড়ের ইউপি সদস্য আসাদুজ্জামান স্বপন বলেন , জমি বিরোধ নিয়ে উভয় পক্ষের মধ্যে ঝগড়া হওয়ার বিষয়টি সঠিক, মামলা হওয়ার মতো তেমন ঘটনা ঘটেনি । বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসা করা যেত।
শরণখোলা থানা অফিসার ইনচার্জ (ওসি) এস.কে আব্দুল্লাহ আল-সাঈদ বলেন, ওই পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলাটি রেকর্ড হয়েছে। তবে , সঠিক ভাবে তদন্ত করে আইনী পদক্ষেপ নেওয়া হবে।