1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহ ইসলামাবাদে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় উপজেলা রিক্সা/ভ্যান শ্রমিক ইউনিয়ন এর ইফতার মাহফিল অনুষ্ঠিত সাভার ডিওএইচএস: পশ্চিম ঢাকার আভিজাত্যে সবেধন নীলমণি ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে- মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  আশুলিয়ার শিমুলিয়ায় ছাত্র শিবিরের ইফতার ও দোয়া মাহফিল ঠাকুরগাঁওযয়ে মিলন হত্যার বিচার দাবিতে গ্রামবাসীর সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁওয়ে ১৫৩ কোটি টাকার ‘কালো সোনা’ উৎপাদনের সম্ভাবনা মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পাশ’সহ ৫ দফা দাবিতে নোয়াখালীতে মানববন্ধন কক্সবাজারে ভেজাল বিরোধী অভিযান ৩ টি প্রতিষ্টানকে অর্থদন্ড আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন জামায়াতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতইসলামীর রাজশাহী বিএমডিএ’র ইডি পদ আওয়ামী লীগের দখল

ঈদগাঁহ ইসলামাবাদে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ১৮৩ বার

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার সদরের ঈদগাঁহ- ইসলামাবাদে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা ও তার বাবাকে পিটিয়ে হাড় ভেঙে দিয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে।

৭ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে এ ঘটনাটি ঘটে ইউনিয়নের ১নং ওয়ার্ড
টেকপাড়া গ্রামে।

আহতরা হলেন একই এলাকার আহমদ নবীর ছেলের নুরুল আমিন (৩০) ও তার বৃদ্ধ বাবা আহমদ নবী(৫৫)।

এ ঘটনায় মামলা মোকাদ্দমা করলে জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা।

এ নিয়ে চরম নিরাপত্তাহীন ভুগছে আহতদের পরিবার।

আহতদের স্বজনরা জানায়, গত ৩ দিন আগে আহমদ নবীদের বাড়িতে ধান কাটার জন্য কয়েকজন শ্রমিক বাড়িতে আনে। ধান কাটার একপর্যায়ে একই এলাকার মৃত নুরুল আমিনের ছেলে মিজানুর রহমান নামের এক ব্যক্তি তাদের ধান কাটার জন্য ঐ শ্রমিকদের অগ্রীম নিয়োগ দিতে তাদের সাথে কথাবার্তা বলেন।
আহমদ নবীদের ধান কাটা শেষ হলে, মিজানের বাড়ির ধান কাটার কথা হয় শ্রমিকদের। এমনকি তাদেরকে অগ্রীম টাকাও দেয় মিজান।
এমন সময়ে ঐ শ্রমিকরা কৌশলে আহমদ নবীর বাড়ি থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার পিছনে আহত ব্যবসায়ী নুরুল আমিনের যোগসাজশ রয়েছে মনে করে মিজানুর রহমান তাকে ঘটনার দিন সকালে এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে গালিগালাজ করে।
তাৎক্ষণিক সে গালিগালাজের প্রতিবাদ করলে উপর্যপুরী মারধর করে বাড়িতে চলে যায়।

পরে ২য় দফায় মিজানের নেতৃত্বে তার ভাই আয়াতুল্লাহ,মালেক,একরাম,খালেকসহ আরো কয়েকজন চিহ্নিত দূর্বৃত্ব এসে হত্যার উদ্দ্যেশে লোহার রড, হাতুড়ি, কিরিচ দিয়ে এলোপাথাড়ি মারধর করে পেলে রাখে।
পরে তার শোরচিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে আসলে তার বাবা আহমদ নবীকে হাতুড়ি দিয়ে আঘাত করে আহত করে।
নুরুল আমিনের আরেক ভাই রুহুল আমিনকেও মারধর করে এই সন্ত্রাসীরা।
পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ নুর ছিদ্দিক এগিয়ে আসলে সটকে পড়ে হামলাকারীরা।

স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত নুরুল আমিন ও বাবাকে উদ্ধার করে ঈদগাঁহস্থ বেসরকারি ক্লিনিকে নিয়ে আসলে নুরুল আমিনের অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
বর্তমানে সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
আহত বাবা আহমদ নবীকে ঈদগাঁহস্থ একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত মিজানুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে উল্টো এ প্রতিবেদককে হুমকি দিয়ে এলাকায় গিয়ে সরেজমিনে তদন্ত করে সংবাদ না করলে দেখে নেয়ার হুংকার দেয়।

এ বিষয়ে জানতে চাইলে ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ছিদ্দিক জানান, ঘটনা হয়েছে সত্য, তবে কি কারণে, কেন ঘটনা হয়েছে কোন পক্ষ তাকে অবগত করেনি।

ঈদগাঁহ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান, খবর পেয়েছি, আহতদের হাসপাতালে পাঠানোর জন্য বলা হয়েছে। মামলা বা অভিযোগ করলে তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম