1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
একজন বাংলাদেশি অধ্যাপক জামালউদ্দিন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাউজানের দক্ষিণ হিংগলায় মাইজভাণ্ডারী সম্মেলন অনুষ্ঠিত রাউজান ইউএনও ছাত্র-জনতা আন্দোলনে আ. লীগের পক্ষে কাজ করেছে ঃ প্রাক্তন ছাত্র পরিষদ শ্রীপুরে লেপতোশক-ভাঙারির দোকানে আগুন!দোকান পুড়ে ছাই বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে ৯ জন  নিহত ঘটনায়  নবীগঞ্জের সাইফুল-আলমগীরকে  আসামী হিসেবে অন্তর্ভুক্ত করতে আবেদন প্রতি মাসেই সিসির পরিদর্শন অব্যাহত থাকবে- মাসিক সমন্বয় সভায় স্বাস্থ্য কর্মকর্তা ঠাকুরগাঁওয়ে সীমান্তে সন্দেহভাজন ভারতীয় নাগরিক আটক মানুষের তৈরি মতবাদে প্রকৃত স্বাধীনতা অর্জিত হতে পারে না : অধ্যাপক মুজিবুর রহমান ঠাকুরগাঁওয়ে সময়ের পূর্বেই স্কুল ছুটি ৫ শিক্ষককে কারন দর্শানো নোটিশ ! ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে পানিতে ডুবে ( ৭)শিশুর মৃত্যু ! বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, ঢাকা জেলার নতুন কমিটি গঠন: সভাপতি হারুন ও সেক্রেটারি আমিনুল

একজন বাংলাদেশি অধ্যাপক জামালউদ্দিন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২০
  • ১৬৭ বার

| ইমরান ইমতিহান|

একজন ভিসি কে চিনে সারা দেশ, আর একজন গবেষক কে সারা পৃথিবী। এমনটাই বলতেন, যিনি সেই মানুষটার গল্প শুনাই চলুন। যার সামনে দেশের বাঘাবাঘা গবেষকরা মৌন হয়ে যান, সম্মানে, শ্রদ্ধায়। ওনি হয়তো কখনো জাতীয় অধ্যাপক হবেন নাহ, কখনো হয়তো স্বাধীনতা পুরষ্কারও পাবেন নাহ। কিন্তু মিডিয়া আর বিজ্ঞাপনের আড়ালে কাজ করে যাচ্ছেন দেশের জন্য, প্রতিষ্ঠানের জন্য, সম্মানের জন্য। দেশ বিদেশে বার বার বড় করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে। পৃথিবীর বিখ্যাত সব জার্নালে রয়েছে শতাধিক আর্টিক্যাল। বিশ জনের অধিক ছাত্রকে দিয়েছেন পিএইচডি ডিগ্রি। আর সেই ছাত্ররাও পৃথিবীর বিভিন্ন দেশে, নিজ যোগ্যতায় হয়েছেন বরেণ্য, হয়েছেন প্রফেসর। বলছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের স্বনামধন্য প্রফেসর এম জামালউদ্দিন আহমদের কথা। চলুন আজ ওনার না জানা ব্যাকগ্রাউন্ডটা জেনে আসি।

প্রফেসর জামালউদ্দিন আহমদঃ
সিলেকশন গ্রেড প্রফেসর ও সাবেক চেয়ারম্যান, রসায়ন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

চীফ এডিটর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাইন্টিফিক জার্নাল।

ভিজিটিং প্রফেসর, ইউনিভার্সিটি অফ সিন্ধ, পাকিস্তান।

ভিজিটিং প্রফেসর, চাইনিজ একাডেমি অফ সাইন্সেস, চায়না।

সাবেক একাডেমিক ভিজিটর, আই আই টি, মাদ্রাজ, ভারত।

সাবেক একাডেমিক ভিজিটর, কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়া।

সদস্য, international union for pure and applied chemistry. ( IUPAC)

[IUPAC নামকরনের সাথে আমরা কমবেশি সবাই পরিচিত। আর হ্যাঁ, স্যার সেই IUPAC এর সদস্য।]

সদস্য, রয়্যাল সোসাইটি অফ ক্যামিস্ট্রি।

আজীবন সদস্য, অ্যামেরিকান সোসাইটি অফ অ্যানালাইটিক্যাল ক্যামিস্ট্রি।

চার্টার্ড সাইন্টিস্ট, ইউরোপীয় কমিশন।

চার্টার্ড ক্যামিস্ট, রয়্যাল সোসাইটি অফ ক্যামিস্ট্রি।

পোস্ট ডক্টরাল –

চাইনিজ একাডেমি অফ সাইন্সেস, চায়না।

Loughborough university, London, England.

কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়া।

panepistimion Ioanninon, Greece.

পিএইচডি –
যাদবপুর বিশ্ববিদ্যালয়, ভারত।

ড. জামাল নজরুল স্যারকে সবাই চিনি। যিনি বারবার বড় করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কে। কিন্তু চিনেছি কখন?? ওনি মারা যাওয়ার পর নিশ্চয়। প্রফেসর জামালউদ্দিনকে চিনে রাখার সময় এইটাই। সামনের বছরই চলে যাবেন অবসরে। মারা গেলে হয়তো ঠিকই চিনবো আমরা। ভাগ্যে হয়তো দেখার সুযোগ হবে নাহ। সাদামাটা, বুড়িয়ে যাওয়া প্রফেসর জামালকে চিনে রাখো চবি। একদিন গর্ব করবে তুমি, তোমার অনুজরা..❤❤❤

শুভ জন্মদিন স্যার। আপনার সুসাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করি। আমি ভাগ্যবান, আপনার ডিরেক্ট সুপারভিশন আমি পেয়েছি। পেয়েছি আপনার ভালোবাসা। শতদিন ঘুম ভেঙেছি আপনার ফোনে। ধমক খেয়েছি প্রফেসর জামালউদ্দিন স্যারের। অনেক প্রতিষ্ঠানের বারান্দায় হাটলেও নাকি অনেক শিক্ষা মিলে, আর তার প্রমান পেয়েছি আপনার পিছনে হেটে।

লেখক,
খাদ্য মনিটরিং অফিসার (সুপারিশপ্রাপ্ত), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও
প্রাক্তন শিক্ষার্থী, রসায়ন বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম