1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোম্পানীগঞ্জে হত্যা মামলার সাক্ষীকে কুপিয়ে হত্যার চেষ্টাও দোকান ভাংচুর - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ এ-র জন্মদিবস উপলক্ষে রচনা ও আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত চট্টগ্রামে তারুণ্যের সমাবেশকে সফল করতে দোহাজারীতে যুবদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশ সফল করতে চন্দনাইশে প্রস্তুতি সভা ঠাকুরগাঁওয়ে হরিপুরে সীমান্তে ভারত থেকে আসা ১০ অনুপ্রবেশকারী আটক ! ঠাকুরগাঁওয়ে ১৪ মামলায় পুলিশের হাত থেকে ১ আসামি ছিনতাই ! চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক ৪ মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত অন্তর্ভুক্তিমূলক নতুন নারী কমিশন গঠনের দাবি — প্রেসক্লাবের মানববন্ধনে সম্মিলিত নারী প্রয়াস মাগুরায় নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ বেতারের সুনাম ক্ষুণ্ন করতে ব্যস্ত ফ্যাসিস্ট চক্র!

কোম্পানীগঞ্জে হত্যা মামলার সাক্ষীকে কুপিয়ে হত্যার চেষ্টাও দোকান ভাংচুর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ২০০ বার

সানজিদা হক অনু নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরএলাহী ইউনিয়নের ব্যবসায়ী মো.রাসেদ উদ্দিন (৩৫), হত্যা মামলার আসামি ও তাদের সাঙ্গপাঙ্গরা ওই মামলার সাক্ষী মো.রাজিব খান কে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে।হামলায় গুরুত্বর আহত রাজিব হত্যাকান্ডের শিকার ব্যবসায়ী রাসেদ’র মেয়ের জামাই এবং ওই হত্যা মামলার ৪ নম্বর সাক্ষী। পরে খবর পেয়ে পুলিশ গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।সোমবার (১১ মে) সন্ধ্যার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গাংচিল বাজারে এ ঘটনা ঘটে।হামলার শিকার রাজিব জানান, আমার শশুরের হত্যা মামলার ১৫ নম্বর আসামি মো.সিরাজ উদ্দিনকে হত্যার ঘটনার ১দিন পর গাংচিল বাজারে প্রকাশ্যে ঘুরাঘুরি করতে দেখে আমি কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) কে অবহিত করি। তিনি আমাকে জানান, থানা থেকে গাংচিল বাজারের দূরত্ব অনেক। তাই তুমি নিজেও ওই আসামির গতিবিধির উপর লক্ষ্য রাখো এবং স্থানীয় এলাকাবাসীসহ তাকে আটক কর। অনেকক্ষণ অপেক্ষো করার পর দেখি ওই খুনি একটি দোকান থেকে বের হয়ে চলে যাচ্ছে। তখন আমি তার সাথে কথা বলে তাকে আটক করার চেষ্টা করলে হত্যা মামলার ৩ নম্বর আসামি মেহেরাজ (২৮), সহ সন্ত্রাসী আলী মোহন ও তার ছেলে সাকিব, তোফায়েল, দেলোয়ার, আইমন, নিজাম সহ ১৫ থেকে ২০জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমার দোকানে হামলা করে। আমাকে বেধড়ক মারধর করে এবং মাথায় কুপিয়ে গুরুত্বর আহত করে দোকানের ক্যাশ থেকে নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।উল্লেখ্য, গত রোববার (১০ এপ্রিল) রাতে চরএলাহী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোজাম্মেল হোসেন’র নেতৃত্বে পূর্ব শক্রতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যবসায়ী রাসেদকে নিজের দোকান থেকে ধরে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে গাংচিল এলাকার হাসেম বাজারে হত্যা করে।নিহত মো. রাশেদ উদ্দিন (৩৫), একই ওয়ার্ডের হাসেম বাজার এলাকার আবুল হাসেম বাদী’র ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী ফেরদৌসের নেছা কোম্পানীগঞ্জ থানায় ১৬জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে ইউপি সদস্য মোজ্জামেল হোসেন সপরিবারে পলাতক রয়েছে

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net