আলমগীর হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি :
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের চলমান ইকোসেক প্রকল্পের কমিউনিটি পর্যায়ে রেড ক্রিসেন্ট কমিউনিটি ডেভলপমেন্ট ফান্ডের অর্থায়নে ত্রাণ বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ মে) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলার দাঁতকুপিয়া ইসলাম নগর ও দক্ষিণ দাঁতকুপিয়া এলাকার দুই শতাধীক পরিবারের মাঝে এই ত্রাণ সহায়তা দেয়া হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি ও খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তা আব্দুল গনি মজুমদার ও সহকারী প্রলল্প কর্মকর্তা মো. ফরহাদ হোসেন।
উল্লেখ্য, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের অধীনে চলমান ইকোসেক প্রকল্পের আওতায় সুবিধাভোগী কমিউনিটির মানুষের মাসিক চাঁদায় কমিউনিটি ডেভলপমেন্ট ফান্ড গঠন করা হয়৷ সেই ফান্ড থেকেই এই ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।