1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে ৬১ নমুনায় করোনা পজিটিভ ৪০, নগরীতে ২৪ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় উপজেলা রিক্সা/ভ্যান শ্রমিক ইউনিয়ন এর ইফতার মাহফিল অনুষ্ঠিত সাভার ডিওএইচএস: পশ্চিম ঢাকার আভিজাত্যে সবেধন নীলমণি ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে- মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  আশুলিয়ার শিমুলিয়ায় ছাত্র শিবিরের ইফতার ও দোয়া মাহফিল ঠাকুরগাঁওযয়ে মিলন হত্যার বিচার দাবিতে গ্রামবাসীর সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁওয়ে ১৫৩ কোটি টাকার ‘কালো সোনা’ উৎপাদনের সম্ভাবনা মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পাশ’সহ ৫ দফা দাবিতে নোয়াখালীতে মানববন্ধন কক্সবাজারে ভেজাল বিরোধী অভিযান ৩ টি প্রতিষ্টানকে অর্থদন্ড আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন জামায়াতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতইসলামীর রাজশাহী বিএমডিএ’র ইডি পদ আওয়ামী লীগের দখল

চট্টগ্রামে ৬১ নমুনায় করোনা পজিটিভ ৪০, নগরীতে ২৪

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ১৭৬ বার

মো. আবদুস সবুর, চট্টগ্রাম : চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে (৭ মে) বৃহস্পতিবারের ৬১টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৪০ জনের। যা এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যক শনাক্ত হওয়া করোনা পজিটিভ রোগী। এ ৪০ জনের মধ্যে বিভিন্ন উপজেলার ১৪ জন, মহানগরীর ২৪ জন। কক্সবাজার ও খাগড়াছড়ির ২ জন। এছাড়াও কক্সবাজারে চট্টগ্রামের লোহাগাড়ার এক রোগী করোনা শনাক্ত হয়েছেন।
অন্যদিকে বিআইটিআইডির ল্যাবে ১৯৮টি নমুনা পরীক্ষায় ১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরমধ্যে চট্টগ্রামের ১৮ জন ছিল। সব মিলিয়ে বৃহস্পতিবার একদিনেই চট্টগ্রামে ৫৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। যা এ পর্যন্ত চট্টগ্রামে সর্বোচ্চ সংখ্যক করোনাভাইরাসে সংক্রমিত রোগী।

শুক্রবার (৮ মে) এসব তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা সেখ ফজলে রাব্বি।

চট্টগ্রাম মহানগর: সাগরিকা ( অলংকার) ১ জন, বহদ্দারহাটের ১ জন, হালিশহরের ৩ জন, কসমোপলিটনের ১ জন,আগ্রাবাদের ১ জন, মেহেদীবাগের ১ জন, বাকলিয়ার ৪ জন, নাসিরাবাদের ১ জন, মোগলটলীর ১ জন, ইপিজেডের ২ জন, সরাইপাড়ার ১ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ( কক্সবাজার ) ১ জন, ফিরিঙ্গীবাজারের ১ জন, দামপাড়ার ১ জন, আইসফ্যাক্টরির ১ জন, মীর্জাপুলের ১ জন, সদরঘাটের ১ জন, আম বাগান রেলওয়ে কলোনী ১ জন। সাগরিকা (কাজিরদীঘি) ১ জন, সিএসসিএইচে চিকিৎসাধীন ১ জন। যিনি খাগড়াছড়ির মানিকছড়ির বাসিন্দা।

চট্টগ্রামের উপজেলা : উপজেলার ১৪ জনের মধ্যে সাতকানিয়ার ৭ জন, সীতাকুণ্ডের ৫ জন, হাটহাজারীর ১ জন এবং বোয়ালখালীর ১ জন।

আক্রান্তদের বয়স: এদের মধ্যে বিআইটিআইডিতে ১৭ বছরের এক পুরুষ, ১৯ বছরের নারী, ৫৫ বছরের নারী, ২৬ বছরের নারী। বহদ্দারহাট এলাকার ২২ বছরের নারী। বোয়ালখালীর কানুনগোপাড়া এলাকার ৬৮ বছরের পুরুষ। হালিশহর সবুজবাগ এলাকার ১৮ বছরের পুরুষ। সীতাকুণ্ড ভাটিয়ারী এলাকার ৪৫ বছরের পুরুষ। খাগড়াছড়ির মানিকছড়ির ৫২ বছরের পুরুষ। কসমোপলিটান এলাকার ৫০ বছরের নারী। হাটহাজারীর পুনিয়া পুকুর এলাকার ৩২ বছরের নারী। আগ্রাবাদের ৪৫ বছরের পুরুষ। সীতাকুণ্ডের ৬৫ বছরের পুরুষ। মেহেদীবাগ সিডিএ কোয়ার্টার এলাকার ২৮ বছরের পুরুষ। বাকলিয়া দেওয়ানবাজার এলাকার ৩৭ বছরের পুরুষ। নাসিরাবাদের ৫৬ বছরের পুরুষ। মোগলটুলি এলাকার রহমান মঞ্জিলের ৩৫ বছরের পুরুষ। ইপিজেড এলাকার ৩৬ বছরের পুরুষ। মধ্যম হালিশহর এলাকার ৪২ বছরের পুরুষফি।রিঙ্গিবাজার এলাকার ৩৪ বছরের পুরুষ। দামপাড়ার নাজের শাহ বাড়ির ৭৭ বছরের পুরুষ। বাকলিয়া মাস্টার কলোনি তুলাতুলি ৬৫ বছরের পুরুষ। ফ্রীপোর্ট কাজিরদিঘীর পাড় এলাকার ৩৫ বছরের পুরুষ। ২ নম্বর মাইলের মাথা নাজের বিল্ডিং এর ২৭ বছরের পুরুষ। রেলওয়ে কোয়ার্টার আইসফ্যক্টরি রোডের ৩৩ বছরের পুরুষ। মির্জাপুলের ইকুইটি ভিলেজের ২৫ বছরের পুরুষ। বাকলিয়া কল্পলোক রোড এলাকার ৩১ বছরের পুরুষ। সদরঘাট এলাকার ৪৭ বছরের পুরুষ। সরাইপাড়া এলাকার ৫০ বছরের পুরুষ। চকরিয়ার এসিল্যান্ডের দ্বিতীয় নমুনা পরীক্ষায় পজিটিভ আসে। তার বয়স ৩২ বছর। বাকলিয়ার আনোয়ার খান বাড়ির ৪১ বছরের পুরুষ রোগী। সাতকানিয়া মির্জাখীল এলাকার ২২ বছরের নারী। সাতকানিয়া বাজালিয়া এলাকার ৩৮ বছরের পুরুষ। সাতকানিয়ার রামপুরা এলাকার ২৪ বছরের পুরুষ। সাতকানিয়া তুলাতুলির ৩৪ বছরের পুরুষ। সাতকানিয়া থানা এলাকার ৫৫ বছরের পুরুষ। সাতকানিয়ার পশ্চিম গাটিয়াডাঙা এলাকার ৩৫ বছরের পুরুষ। সাতকানিয়া লালন নগরের ৩২ বছরের পুরুষ। সাতকানিয়া দক্ষিণ ইদুলপুরের ৫৫ বছরের পুরুষ এবং অপরজন ২৪ বছরের পুরুষ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম