1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গী বাজারে দ্বিতীয় দিনে উচ্ছেদ অভিযানে পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফুল গিয়ারে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি, প্রধান উপদেষ্টাকে সিইসি ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন সামনের পথ কঠিন, তবে সম্ভাবনাও আছে: ড. ইউনূস ভোটকেন্দ্র নীতিমালার গেজেট প্রকাশ, ডিসি-এসপির কমিটি ও ইভিএম বাদ ইরান দূতাবাসে সংরক্ষিত শোক বইতে জামায়াতের স্বাক্ষর ১লা জুলাই ঢাকায় জুলাই ঐক্যের পদযাত্রা জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা ভবিষ্যতে বাংলাদেশে সত্য কথা, ন্যায়ের পক্ষে কথা বলবেন , আশ্বস্ত থাকুন কোন মামলা, হামলা, নির্যাতনের শিকার হবেন না – আমিনুল হক  চাঁদাবাজি করে অন্য দলের লোক, নাম হয় বিএনপির: মির্জা আব্বাস

টঙ্গী বাজারে দ্বিতীয় দিনে উচ্ছেদ অভিযানে পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ২১২ বার

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
টঙ্গী বাজারে দ্বিতীয় দিনের মত উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। এসময় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করেছে গাজীপুর মেট্রোপলিন পুলিশ। স্বাধীনতার পর এই প্রথম টঙ্গী বাজারে ওইসব দোকানগুলো উচ্ছেদ করা হলো। এ বিষয়ে টঙ্গীবাসী স্থানীয় প্রসাশনকে সাধুবাদ জানিয়েছে।
টঙ্গী বাজার অভ্যন্তরের সবকটি চলাচলের সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিল অবৈধ দখলদার একটি চক্র। আজ সকাল থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এ উচ্ছেদ অভিযান শুরু করে। জেলা প্রশাসক ও সেনাবাহিনীর সহায়তায় চলমান এই অভিযানের নের্তৃত্ব দিচ্ছেন জিএমপি পুলিশের টঙ্গী পূর্ব থানা কর্তৃপক্ষ। ইতিমেধ্যে বাজারের প্রায় ১৫ ‘শত স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে। টঙ্গী বাজারে আরো পাঁচ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।সূত্র আরো জানায়, টঙ্গী বাজারের বিভিন্ন মার্কেটর সামনে দোকান মালিক ও এলাকার একটি প্রভাবশালী চাঁদাবাজ চক্র যোগসাজস করে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে মোটা টাকা আগাম নিয়ে বাজারের অলিগলিতে ওইসব দোকানপাট বসিয়ে দৈনিক চাঁদা হিসেবে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছিলো। এতে বাজারের সড়কগুলোয় ২৪ ঘন্টা জানবাহন আটকে থাকতো। চরম দুর্ভোগ পোহাতো সাধারন মানুষ ও ক্রেতারা। এ বিষয়ে থানা থেকে বারবার বলার পরও এসকল স্থাপনা সড়ানো হয়নি। অবৈধ এ দোকানগুলোই এবার উচ্ছেদের আওতায় এনেছে পুলিশ। অবৈধস্থাপনাগুলোর নেপথ্যে যারাই থাকুক না কেন তা উচ্ছেদ করা হবে।সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত এই অভিযান চলমান থাকবে বলে প্রত্যয় ব্যাক্ত করেন জিএমপির পুলিশ।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেনের নির্দেশে এ উচ্ছেদ অভিযানে নের্তৃত্ব দেন টঙ্গী পূর্ব থানা।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, দীর্ঘ দিন যাবত টঙ্গী বাজারে বিভিন্ন গলিতে গড়ে ওঠা ফুটপাতের কারনে সাধারণ মানুষ চলাচলে চরম দূর্ভোগ পোহাচ্ছিলো। চলমান সংকট মহামারী করোনার এই সময়ে সাধারণ মানুষ যাতে শারিরীক ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে পারে সেজন্যই এই অভিযান। এছাড়া, কয়েকদিন পরই ঈদ। এ উপলক্ষে বাজারে অধিক লোকের সমাগম হবে। করোনা ভাইরাস সংক্রমন যাতে নিয়ন্ত্রনে থাকে সে জন্যই আগাম প্রস্ততি হিসেবে ফুটপাত উচ্ছেদ করা হয়েছে। পরবর্তীতে কেউ ফুটপাতে দোকান বসালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম (দক্ষিন) মো. সাহাদাৎ হোসেন, টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার থোয়াই অংপ্রু মারমা, জিসিসির ৫৭নং ওয়ার্ডে কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন সরকার, টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম, পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দারসহ থানার অন্যান্য পুলিশ সদস্যগন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net