সাদ্দাম হোসেন,ঠাকুরগাঁও। প্রধানমন্ত্রী দেয়া মসজিদের অনুদানের টাকা আত্নসাসাতের অভিযোগে এক মসজিদের খতিবকে ৬মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলা শুকানপুকুরী ইউনিয়নের কার্তিকতলা বাজারে জয়নাল আবেদিন ওরফে মন্ডল (৪০) নামে ওই খতিবকে আটক করে এ দন্ড দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মামুন।
উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে,মাননীয় প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও জেলার ৩হাজার৩৫৩টি মসজিদে ৫০০০টাকা করে মোট ১ কোটি ৬৭ লক্ষ ৬৫ হাজার টাকা অনুদান দিয়েছেন। নিয়মনুযায়ী সকল মসজিদের ইমাম অথবা সভাপতি এ টাকা উত্তোলনের কথা থাকলেও
ব্যাংরোল বুঝারিপাড়া মসজিদের খতিব জয়নাল আবেদিন তিনজনকে ভুয়া ইমাম দেখিয়ে তিনি একাই তিনটি মসজিদের টাকা আত্নসাত করেন। পরে বিষয়টি জানাজানি হলে তিনি ৫০০০হাজার টাকার পরিবর্তে ওই তিন মসজিদের খতিবদেরকে ২৫০০ ও ৩৫০০টাকা হাতে তুলে দেন। এ বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি সেখানে ছুটে যান। পরে ঘটনা সত্যতা স্বীকার করলে ওই ইমামকে ৬মাসের কারাদন্ড প্রদান করেন ইউএনও।