1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পটিয়ায় জমি বিরোধের জেরে  ভাইপোর হাতে চাচা খুন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় উপজেলা রিক্সা/ভ্যান শ্রমিক ইউনিয়ন এর ইফতার মাহফিল অনুষ্ঠিত সাভার ডিওএইচএস: পশ্চিম ঢাকার আভিজাত্যে সবেধন নীলমণি ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে- মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  আশুলিয়ার শিমুলিয়ায় ছাত্র শিবিরের ইফতার ও দোয়া মাহফিল ঠাকুরগাঁওযয়ে মিলন হত্যার বিচার দাবিতে গ্রামবাসীর সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁওয়ে ১৫৩ কোটি টাকার ‘কালো সোনা’ উৎপাদনের সম্ভাবনা মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পাশ’সহ ৫ দফা দাবিতে নোয়াখালীতে মানববন্ধন কক্সবাজারে ভেজাল বিরোধী অভিযান ৩ টি প্রতিষ্টানকে অর্থদন্ড আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন জামায়াতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতইসলামীর রাজশাহী বিএমডিএ’র ইডি পদ আওয়ামী লীগের দখল

পটিয়ায় জমি বিরোধের জেরে  ভাইপোর হাতে চাচা খুন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ১৯৬ বার

গিয়াস উদ্দিন (পটিয়া চট্টগ্রাম) :
চট্টগ্রাম পটিয়া উপজেলা  শোভনদন্ডী ইউনিয়নের ৪ নং ওযার্ডের  ইউসুফের পাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে  বুদরুছ মিয়া (৬৫) নামে একজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে নগরের চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃঁত্যু ঘটে।

পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ভোলাইয়ার বাড়ি এলাকায় গত শনিবার দুপুরে এ ঘটনা ঘটেছিল। নিহত বুদরুছ মিয়া একই এলাকার মৃত সিদ্দিক আহমদের পুত্র।

এ ঘটনায় নিহতের পুত্র  মামুনুর রশিদ ভূট্টো বাদী হয়ে ৫ জনকে এজাহারনামীয় আসামী উল্লেখ করে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামীরা হলেন, নুরুল আলম, মাহববুল আলম, নাবিল, আয়েশা বেগম, শাহীন আকতার ।

নিহত ব্যক্তির পুত্র মামুনুর রশিদ ভূট্টো বলেন, দীর্ঘদিন ধরে তার পিতা বুদরুছের সাথে  চাচা জালাল আহমদ  ছেলে নুরুল আলম ও মাহবুবুল আলমের জমি নিয়ে বিরোধ চলছিল। গত শনিবার দুপুরে  নুরুল আলম ও মাহবুবুল আলম বিরোধীয় জায়গায় সার্ভেয়ার দিয়ে পরিমাপ করায় আমরা বাধা প্রদান করি। এ নিয়ে আমার পিতা বুদুরছ মিয়ার সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা লাঠি দিয়ে আমার পিতা ও ভাইকে মারধর করেন। মাথায় লাঠির আঘাতে গুরুতর রক্তাক্ত অবস্থায় তাদের দুইজনকে প্রথমে স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেল হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সেখান থেকে তাদেরকে চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। গতকাল মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। অন্যদিকে নিহতের পুত্র গুরুতর আহতবস্থায় চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আসামীরা পলাতক রয়েছেন। তবে তাদের আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম