মো. আবদুস সবুর, চট্টগ্রাম:
চট্টগ্রামের বাঁশখালীতে ট্রাকের ধাক্কায় মাষ্টার হাবিবুর রহমান (৫০) নামের এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার (১৭ মে) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম আনোয়ারা- বাঁশখালী (পিএবি) প্রধান সড়কের তৈলারদ্বীপ সেতুর দক্ষিণ পার্শ্বের মোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাষ্টার হাবিবুর রহমান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা বাঁশখালী শাখার সভাপতি এবং পালেগ্রাম হাকিমিয়া শাহ আলিম মাদ্ররাসার শিক্ষক ছিলেন।
তিনি কালীপুর সদর আমিন হাট বাজারের সারের ডিলার মেসার্স ফয়সাল স্টোরের স্বত্তাধিকারী।
তিনি বাঁশখালী কালীপুর ইউনিয়নের পূর্ব পালেকগ্রাম এলাকার ওসিউদ্দীন মিয়াজী বাড়ীর মরহুম হাজ্বী কবির আহমদের পুত্র।
তথ্যসূত্রে জানাযায়, নিহত মাষ্টার হাবিবুর রহমান রবিবার (১৭ মে) দুপুর ১২ টায় চট্টগ্রাম শহর থেকে বাঁশখালীর নিজ গ্রাম কালীপুরে আসেন। সেখানে তিনি ব্যবসার কাজ শেষে পুনরায় বিকেলে চট্টগ্রাম শহরের উদ্দ্যেশে রওয়ানা হন। যাত্রাপথে বাঁশখালী তৈলারদ্বীপ সেতুর দক্ষিন পাশে প্রবেশ দ্বারে পৌঁছালে অপর দিক চট্টগ্রাম শহর থেকে আসা নিয়ন্ত্রণহীন ট্রাকের ধক্কায় মোটরসাইকেলটি ছিটকে পড়ে দ্বিখন্ডিত হয়ে যায়। এ সময় ঘটানাস্থলেই মোটরসাইকেল আরোহী মাস্টার হাবিবুর রহমান জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়ে। দুর্ঘটনার কবল হতে স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে অানোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার ডাক্তার অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। সেখানকার কর্তব্যরত ডাক্তার সন্ধ্যা ৭ টায় তাকে মৃত্যু ঘোষনা করেন।
এদিকে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রেজাউল করিম মজুমদার বলেন, ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাক ও মোটরসাইকেল থানা হেফাজতে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।