আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা :
দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গাইবান্ধা সদর থানার খোলাহাটী, গিদারী, কামারজানী ও ঘাগোয়া, ইউনিয়নে কর্মহীন, অসহায় (তিন শতাধিক) পরিবারের মাঝে- গাইবান্ধা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জননেতা খন্দকার আহাদ আহমেদের নিজস্ব অর্থায়নে আজ মঙ্গলবার খাদ্য সামগ্রী বিতরণ করেন।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল.ডাল.আলু.সেমাই.চিনি.গুড়া দুধ।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মিজানুর রহমান মিজান, সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মকছুদার মাষ্টার, গোলাম মোস্তফা, সাইদুর রহমান, মৃদুল মিয়া, শরিফুল পাটয়ারী, শহিদুল ইসলাম পান্না, কামারজানী ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহজামাল মাষ্টার, সদস্য সচিব সোহেল রানা, পাপুল, ঘাগোয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল আজিজ, সদস্য সচিব সাখাওয়াত হোসেন প্রমুখ।