1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় করোনায় পিছিয়ে পড়া মানুষের সেবাই দূর্বার গতিতে ছুটে চলছে ক্লাব গড়াই - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শ্রীপুরে মম নারী ও শিশু কল্যাণ কেন্দ্র’র আত্মপ্রকাশ ও নতুন কমিটি ঘোষণা পথশিশু ফাউন্ডেশন এর উদ্যোগের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার চেয়ারম্যানের ইন্ধনে প্রকৌশলীকে ফেরাতে কর্মকর্তা-কর্মচারীদের একাংশের মানববন্ধন দুর্নীতির কারখানা রাজশাহী মাউশি:পরিচালকের যোগসাজশে এডি আলমাছের অনিয়ম-দুর্নীতির স্বর্গরাজ্য কায়েম তিতাসে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এপিএস মতিন খানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মাগুরায় মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন উপাদানে তৈরি হতো স্বনামধন্য! বরফির খাবার! মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত তিতাসে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এপিএস মতিন খানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সালাহউদ্দিন আহমদের পক্ষ থেকে  সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ঠাকুরগাঁওয়ে‘অভাবের’ তাড়নায় ভুট্টা খেতের মধ্যে নবজাতককে ফেলে যান মা

মাগুরায় করোনায় পিছিয়ে পড়া মানুষের সেবাই দূর্বার গতিতে ছুটে চলছে ক্লাব গড়াই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ১৮৯ বার

মোঃ সাইফুল্লাহ/ আর্ত-মানবতার সেবায় “ক্লাব গড়াই”এই শ্লোগান নিয়ে মানবতার সেবায় দূর্বার গতিতে এগিয়ে চলছে
মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের চরচৌগাছী ও ঘষিয়াল গ্রামে অবস্থিত সম্পুর্ণ অরাজনৈতিক সামাজিক সেচ্ছাসেবী মূলক সংগঠন “ক্লাব গড়াই”। ২০১৯ সালের পহেলা জানুয়ারী ক্লাবটি প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠার শুরু থেকেই তারা এলাকার বিভিন্ন স্হানে স্চ্ছােশ্রমের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় “ক্লাব গড়াই” এর ভূমিকা প্রশংসার দাবিদার রাখে বৈকি।
মার্চের মাঝামাঝি থেকে করোনা প্রতিরোধে ক্লাব গড়াই এর উদ্যোগে চরচৌগাছি ও ঘষিয়াল গ্রামের মানুষের মাঝে লিফলেট বিতরণ ব্যানার স্হাপন,পোস্টারিং ও মাইকিং এর মাধ্যমে সচেতনতা মূলক প্রচারণা চালানো হয়। এ ছাড়া তখন থেকেই গ্রামের সর্বস্তরের মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক, সাবান, হ্যান্ডগ্লাভস বিতরণ করা হয়। ক্লাব গড়াই এর উদ্যোগে এপ্রিল মাসের প্রথম থেকে চরচৌগাছী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে অস্থায়ী বাজারের ব্যবস্থা করা হয়। মে মাসের শুরু থেকেই অব্যহত ভাবে করোনার ভয়ে ঘরে থাকা পিছিয়ে পড়া হতদরিদ্র অসহায় মানুষের জন্য ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে টিম ক্লাব গড়াই। এ পর্যন্ত ২শতাধিক পরিবারের কাছে ৫ কেজি চাল, ২ কেজি আলু,১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি,১প্যাকেট সেমাই, ও ১প্যাকেট দুধসহ বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী ভর্তি প্যাকেট পৌঁছে দিয়েছে ক্লাব গড়াই এর একঝাঁক নিবেদিত প্রান কর্মীবাহিনী, এ ধারা অব্যহত থাকবে বলে জানিয়েছেন ক্লাব গড়াই এর –সহসভাপতি মেহেদী হাসান রাজু।উক্ত স্বেচ্ছাসেবীমূলক এবং স্বপ্রণোদিত সেবামূলক কার্যক্রম সমূহ “ক্লাব গড়াই” এর প্রধান উপদেষ্টা বিশিষ্ঠ সমাজ সেবক মোঃ লিটন বিশ্বাস এবং অন্যান্য উপদেষ্টা মন্ডলীদের সার্বিক তত্ত্বাবধানে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে।চরচৌগাছী ও ঘষিয়াল গ্রামের বিত্তশালীদের কাছ থেকে তহবিল সংগ্রহ করে এবং ক্লাব গড়াই এর নিজস্ব তহবিল থেকে তারা এগিয়ে এসেছে এই আর্ত-মানবতার সেবায়।
বাস্তবিক অর্থে এলাকার অধিকাংশ মানুষ নিম্ন আয়ের হওয়ায় ক্লাব গড়াই এ সহযোগিতা প্রয়োজনের তুলনায় অপ্রতুল, তাই ক্লাব গড়াই সমাজের সুধিজন এবং বিত্তশালীদের কাছে মানবিক দৃষ্টি প্রার্থনা করছে। এ সম্পর্কে ক্লাব গড়াই এর সভাপতি মোঃ আলমগীর হোসেন(বুয়েট) জানান–“ক্লাব গড়াই একটি সামাজিক সংগঠন এবং আমরা মনে করি সমাজের যেকোন ক্ষতিকর পরিস্থিতিতে আমাদের সামাজিক দায়বদ্ধতা রয়েছে।সেই দায়বদ্ধতার জায়গা থেকেই আমাদের এগিয়ে আসা এবং ভবিষ্যতেও এরকম দুর্যোগে “ক্লাব গড়াই” সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে ইনশাআল্লাহ। সমাজের বিত্তবানসহ সকলের সহযোগিতার মাধ্যমে এ মহাদূর্যোগ মোকাবেলা করা সম্ভব বলে আমি মনে করি।সেই সাথে আমাদের শক্তিশালী ত্রান তহবিল গঠনের লক্ষ্যে নিম্নে বর্নিত নাম্বারে সাধ্যনুযায়ী অর্থ পাঠানোর জন্য সকলের প্রতি বিশেষ ভাবেে অনুরোধ করছি।
ক্লাব গড়াই এর একাউন্ট নাম্বার
০১৯১১৮৫৮৩৭৫ (বিকাশ)
০১৯১১৮৫৮৩৭৫ (নগদ)
০১৯১১৮৫৮৩৭৫ (রকেট)
20501310208006310 (IBBL, MIRPUR Branch)
প্রকাশ থাকে ক্লাব গড়াই এর উদ্যোগেই প্রতি বছর চরচৌগাছী ও ঘষিয়াল গ্রামের গড়াই নদীতে ঐতিহ্যবাহী বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। দেশের এই ক্রান্তিকালে ক্লাব গড়াই এর ন্যায় অন্যান্য সামাজিক সংগঠন মানবতার সেবাই এগিয়ে আসবেন এমনটাই প্রত্যাশা সবার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম