লাভলু শেখ, লালমনিরহাট থেকে:
লালমনিরহাট জেলায় নতুন করে আরও ২জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে লালমনিরহাট সদর হাসপাতালের একজন কর্মচারী ও অপরজন আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী ইউনিয়নের সাপ্টীবাড়ী গ্রামের এক যুবক।
এ বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট সির্ভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়। এই নিয়ে লালমনিরহাট জেলায় মোট ১৫জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। এদের ২জন (বাবা-ছেলে) সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন।