বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
করোনার প্রতিকূল পরিস্থিতিতে ১৫০ জন ছাত্রলীগ কর্মীকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ সহায়তা দিচ্ছে সুদিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল তাহির ভূঁইয়া মুকুট।
মঙ্গলবার (১৯ মে) ২৮ জন ছাত্রলীগ কর্মীকে বিকাশে অর্থ সহায়তা করার মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা আব্দুল তাহির ভূঁইয়া মুকুট বলেন, সারা বছর আমাদের যে ছোট ভাই, সহযোগী, সহযোদ্ধার কাধে কাধ মিলিয়ে মিছিল করে, রাত জেগে পোস্টার লাগায়, নিজেদের ঘুম, পারিবারিক সময় বাদ দিয়ে আমাদের জন্য দিনরাত নিরলস পরিশ্রম করে থাকে করোনায় তাদের পাশে থাকার এই ক্ষুদ্র প্রচেষ্টা।
প্রসঙ্গত, এর আগে সুদিন ফাউন্ডেশন পাঁচ শতাধিক মানুষকে ইফতার দিয়েছে। পাশাপাশি ৬ টি জেলার দেড় শতাধিক মানুষের মাঝে পৌঁনে ১ লাখ টাকার ত্রাণ বিতরণ করেছে। এছাড়া বিকাশের মাধ্যমে ২৮ টি পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে।